বংশীহারী, 11 ডিসেম্বর : ফসলের গোড়া পোড়ানোয় রয়েছে নিষেধাজ্ঞা ৷ কিন্তু সরকারি নিয়মকে তোয়াক্কা না করে বংশীহারী ব্লকে অবাধে চলছে ধানের অবশিষ্ট অংশ (ন্যাড়া ) পোড়ানোর কাজ । দক্ষিণ দিনাজপুর জেলার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কয়েকটি এলাকায় এই দৃশ্য দেখা গিয়েছে ৷ কৃষি দপ্তর থেকে অনেক জায়গায় বিভিন্ন ক্যাম্প থেকে শুরু করে কৃষকদেরকে বার্তা দেওয়া হচ্ছে ৷ ধান এবং গম ওঠার পরে এই অবশিষ্ট অংশ অর্থাৎ গোড়া ( ন্যাড়া) পোড়াতে না পারে । এর ফলে মাটির উর্বরতা কমে যাচ্ছে । পরিবেশ দূষণও হয় ৷ এর ফলে ফসল বা ধানের অবশিষ্টাংশ পোড়ানো আইনত নিষিদ্ধ ।
সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন, অবাধে ফসলের গোড়া পুড়ছে বংশীহারীতে - দক্ষিণ দিনাজপুর
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে অবাধে চলছে ধানের গোড়া পোড়ানো ৷
দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের কৃষি আধিকারিক তাপস কুমার দাস বলেন, ফসলের অবশিষ্টাংশ পোড়ানো যেন বন্ধ হয় সে নিয়ে রাজ্য সরকার একটা আইন পাশ করেছিল । সেই আইনে বলা আছে মাটির উর্বরতা বজায় রাখার জন্য এবং ভালো ফসল হওয়ার জন্য ধান বা গমের অবশিষ্ট অংশ পোড়ানো যাবে না । কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলায় বেশিরভাগ জায়গায় দেখা যায় ধান বা গম কাটার পরে তার অবশিষ্ট অংশ পোড়ানোর উদ্যোগ নেন কৃষকরা । এ কারণেই ফলন ভালো হচ্ছে না । নিজেরাই চাষের ক্ষতি করছে ।
এই বিষয়ে আশ মহম্মদ নামে এক কৃষক বলেন, ''আমার জমির ধানের গোড়া আমি পোড়াবো না ৷ কারণ জমির উর্বরতা কমে যাচ্ছে ৷ বাড়িতে নিয়ে গিয়ে জ্বালানি হিসেবে কাজ করব ।'' অপর কৃষক বলেন, ''আমি ধানের অবশিষ্টাংশ একাই পোড়াচ্ছি তা নয়, সবাই পোড়াচ্ছে । '' ব্লকের কৃষি আধিকারিকের মত, ''আগামী কয়েকদিন পর বংশীহারী ব্লকে কৃষি মেলা এবং সেই কৃষি মেলাতে ফসলের গোড়া পোড়ানো বন্ধের জন্য নাটক এবং বিভিন্ন গানের মাধ্যমে সচেতনতা তৈরির চেষ্টা করা হবে ৷''