পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছেলে মানসিক ভারসাম্যহীন, ঢুকে পড়েছে বাংলাদেশে ; প্রশাসনের দরজায় বাবা - son

ছেলে মানসিক ভারসাম্যহীন । তাই অজান্তেই ঢুকে পড়েছে বাংলাদেশে । এখন সেই ছেলেকে ফিরে পেতে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন অসহায় বাবা ।

অসহায় বাবা

By

Published : Jun 19, 2019, 10:55 PM IST

Updated : Jun 20, 2019, 1:29 PM IST

হিলি, 19 জুন : ছেলে মানসিক ভারসাম্যহীন । মোটর বাইক নিয়ে ঘোরাঘুরি করতে করতে ভুল করে ঢুকে পড়েছে বাংলাদেশে । এখন সেই ছেলেকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন বাবা বিনোদ দেবনাথ । দেখা করেছেন একটি ভারতীয় স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও ।

হিলি থানার ধরন্দা এলাকার বাসিন্দা বিনোদ দেবনাথ । ছেলের নাম মানিক দেবনাথ । বয়স 30 । বছর খানেক আগে থেকে কিছু মানসিক সমস্যা দেখা দেয় তাঁর । সেইমতো একবছর ধরে বালুরঘাট ও হিলিতে চিকিৎসা চলছিল । 8 মার্চ মায়ের থেকে 17 হাজার টাকা নিয়ে বাড়ি থেকে মোটর সাইকেলে করে বেরোয় মানিক । তারপর থেকে আর বাড়ি ফেরেনি সে । অনেক খোঁজাখুঁজির পর হিলি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করতে যান বিনোদবাবু । কিন্তু সেই অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ । 14 মার্চ বালুরঘাট জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ।

কিছুদিন আগে বাংলাদেশের সীমান্তবর্তী জওয়ানদের কাছ থেকে আসা ফোনে তিনি জানতে পারেন ছেলে আছে বাংলাদেশের দিনাজপুর জেলে । সীমান্তের ওপারেই রয়েছে মানিকের মোটরবাইকটি । বিষয়টি জানার পর থেকে মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন বিনোদ দেবনাথ ।

বিনোদ দেবনাথ বলেন, "একবছর ধরে মানিকের নার্ভের চিকিৎসা চলছে । চিকিৎসার পর একটু ভালো ছিল । ভুল করে মোটরবাইক নিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে । তারপর BJB-র তরফে BSF-কে জানানো হয় । BSF এসে আমার ছেলের ছবি, পরিচয়পত্র সব দেখে যায় । একবছর হয়ে গেল আমার ছেলেকে ফিরে পাইনি । আমি ছেলের প্রাণ ভিক্ষা চাইছি ।"

চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির সদস্য তথা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সূরজ দাশ জানান, মার্চে নিখোঁজ হয়ে যায় মানিক দেবনাথ । তারা খোঁজ নিয়ে জানতে পারেন ওই যুবক মানসিক ভারসাম্যহীন । দ্রুত ওই যুবককে দেশে ফেরানোর জন্য বাংলাদেশের হাই কমিশন ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলা হচ্ছে । যত তাড়াতাড়ি সম্ভব ওই যুবককে পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ।

Last Updated : Jun 20, 2019, 1:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details