বালুরঘাট, 23 ফেব্রুয়ারি: বালুরঘাট বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী ও কৃষকরা। বোড়ো ধান চাষের মরসুমে কৃষকদের বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিদ্যুৎ বণ্টন দফতরে বিক্ষোভ দেখান তাঁরা।
সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিদ্যুৎ বণ্টন দফতরে বিক্ষোভ দেখান অমৃতখণ্ড, চিঙ্গিশপুর, কামারপাড়া এলাকার কৃষকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, এখন বোড়ো ধান চাষের মরসুম চলছে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দফতরের বিল না-পাঠিয়ে গত শনিবার কর্মীরা গ্রামে গিয়ে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। হঠাৎ করে এই সুখা মরসুমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় সমস্যায় পড়েছে গ্রামের কৃষকরা।