বালুরঘাট, 3 অক্টোবর : নবান্নের নির্দেশিকার পরই রাজ্যের সমস্ত ফেরিঘাটে নৌকা চলাচল বন্ধ করা হয়েছে । আজ বালুরঘাট ব্লক অফিসের তরফে বন্ধ করা হয়েছে রঘুনাথপুর - ডাকরা সংযোগকারী আত্রেয়ী নদীর উপর নৌকা পারাপার । যার ফলে দুর্ভোগে পড়েছে শতাধিক গ্রামবাসী ও কৃষক । হঠাৎ করে ফেরি চলাচল বন্ধ হওয়ায় কৃষকরা ফসল বালুরঘাট বাজারে নিয়ে যেতে পারছে না । এর প্রতিবাদে বালুরঘাট - মালদা জাতীয় সড়ক সংলগ্ন রঘুনাথপুরে রাস্তার উপর সবজি রেখে অবরোধ করে বিক্ষোভ দেখায় শতাধিক গ্রামবাসী ও কৃষক । ঘটনার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে । সমস্যায় পড়েন যাত্রীরা ।
বালুরঘাট শহরের রঘুনাথপুর থেকে আত্রেয়ী নদীতে নৌকা চলাচল করে । ওপারে কালিকাপুর, ডাকরা সহ কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম নৌকা । কৃষকরা এই নৌকা করে নিজেদের ফসল বালুরঘাট বাজারে নিয়ে আসে । এই পথে জেলা সদর বালুরঘাটের সঙ্গে দ্রুত যোগাযোগ করা যায় । অন্য পথ দিয়ে আসতে গেলে 10-14 কিলোমিটার ঘুরে যেতে হয় । নিজেদের সুবিধার্থে আত্রেয়ী নদীর উপর স্থায়ী সেতুর জন্য অনেকবার প্রশাসনিক আধিকারিক থেকে নেতা-মন্ত্রীদের জানিয়েছেন গ্রামবাসীরা । কিন্তু কাজ হয়নি । এদিকে আজ থেকে 14 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় এই ফেরিঘাট । যার ফলে ক্ষেত থেকে সবজি নিয়ে বাজার যাওয়ার সময় সমস্যায় পড়েন কৃষকরা । এর প্রতিবাদেই রঘুনাথপুরে রাস্তায় শাকসবজি রেখে পথ অবরোধ শুরু করেন কৃষক ও ক্ষুব্ধ গ্রামবাসীরা । পথ অবরোধের জেরে আটকে পরে বহু দূর পাল্লার গাড়ি । তাদের দাবি, নৌকা পারাপার চালু করতে হবে । এদিকে অবরোধ 1 ঘণ্টার বেশি ধরে চললেও দেখা যায়নি পুলিশকে । যার জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা । এমন কী, তাদের অবরোধকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি পর্যন্ত হয় ।