কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট, গ্রেপ্তার 1 - সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট
কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করার অভিযোগে বালুরঘাটে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে।
বালুরঘাট, 12 এপ্রিল: কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ফের ভুয়ো পোস্ট করার অভিযোগ । আর এর ফলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ । রবিবার ভুয়োপোস্ট করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে বালুরঘাট থানার পুলিশ। ধৃতের নাম ব্রতীন কুমার রায়। বাড়ি বালুরঘাট ব্লকের পাগলিগঞ্জ এলাকায়। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
অভিযোগ, সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে ভুয়ো পোষ্ট করেন ব্রতীন কুমার রায়। এদিকে এমন ভুয়ো পোস্ট ফেসবুকে করতেই তা ভাইরাল হয়ে যায়। লোকের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। কোরোনা নিয়ে ফেসবুকে ভুয়ো পোস্টের বিষয়টি জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের নজরে আসে। তিনি একটি পোষ্ট করেন বিশেষ সম্প্রদায়ভুক্ত মানুষদের সম্পর্কে। ওই বিশেষ সম্প্রদায়ের জেহাদিরাই নাকি টাকার বিনিময়ে চিনা কোরোনা ভাইরাস ছড়াচ্ছে বলে পোষ্টটিতে লেখা আছে। বিষয়টি নজরে আসতেই বালুরঘাট থানার পুলিশ রবিবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এদিকে ধৃতের বিরুদ্ধে দুটি ধারায় মামলা দায়ের করেছে বালুরঘাট থানার পুলিশ। আগামীকাল তাঁকে বালুরঘাট জেলা আদালতে তোলা হবে।
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, ব্রতীন কুমার রায় ভুয়ো খবর ছড়াচ্ছিলেন সোশাল মিডিয়াতে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।