বুনিয়াদপুর, ১৭ মার্চ : অস্বাভাবিক মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি বুনিয়াদপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের। কিশোরীর নাম দেবীকা দাস (১৭)। এবছর সে বংশীহারী বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।
ঘরে ঢুকেই মা দেখলেন মেয়ের দেহ ঝুলছে - south dinajpur
অস্বাভাবিক মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি বুনিয়াদপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের।
বুনিয়াদপুর-মালদা রাজ্য সড়কে দেবীকার মা অর্চনা দাসের দোকান। আজ দুপুরে অর্চনা বাড়ি এসে দেখেন মেয়ের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরেও কোনও সাড়া পাননি। এরপর পাশের ঘরের দরজা দিয়ে মেয়ের ঘরে ঢোকেন তিনি। ঘরে ঢুকে দেখেন মেয়ের দেহ ঝুলছে। দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার দেবীকাকে মৃত বলে ঘোষণা করেন।
বংশীহারী থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায়। ঠিক কী কারণে দেবীকা আত্মঘাতী হল তা নিয়ে ধন্ধে বাড়ির লোকজন। দেবীকার বউদি মল্লিকা দাস বলেন, " কীভাবে হল কিছুই জানি না। কিছু সমস্যা ছিল কিনা তা বলত না। স্বপ্নেও ভাবতে পারিনি এরকম করবে।"