বালুরঘাট, 16 মে: কোরোনা মোকাবিলায় সামনে থেকে লড়াই করা জরুরি পরিষেবা কর্মীদের সংবর্ধিত করল বালুরঘাটের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সকালে বালুরঘাট পৌরসভার সামনে থেকে শুরু হয় এই কর্মসূচি। এদিন স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী ও সংবাদ মাধ্যম কর্মীদের উৎসাহ দিতে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের পক্ষ থেকে পুষ্পবর্ষণ করা হয়। প্রতিনিয়ত যাঁরা পথে নেমে মানুষের সেবায় নিয়োজিত তাঁদের হাতে ঠান্ডা পানীয় তুলে দেন সংগঠনের সদস্যরা।
লকডাউনে অধিকাংশ মানুষ যখন মারণ ভাইরাস থেকে নিস্তার পেতে ঘরেই সুরক্ষিত, সেই সময় জীবনের ঝুঁকি প্রতিদিন পথে নেমে কোরোনার সঙ্গে যুদ্ধে সামনে থেকে লড়ছেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। সেই পুলিশ কর্মী, স্বাস্থ্য কর্মী ও সংবাদ কর্মীদের এদিন সংবর্ধনা জানাল বালুরঘাটের সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন। সকালে বালুরঘাট পৌরসভার সামনে থেকে শুরু হলেও দুপুরে পতিরাম এলাকায় অবধি চলে কর্মসূচি। শনিবার জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের উৎসাহ বাড়াতে তাঁদের কর্মস্থলেই পুষ্পবর্ষণ করা হয়। এছাড়াও রোদে গরমে মানুষের সেবায় নিয়োজিত মানুষগুলোর হাতে ঠান্ডা পানীয়, জল ও বিস্কুটের প্যাকেট তুলে দেওয়া হয়। সংগঠনের তরফে আজ এমন 800 জন কোরোনা যোদ্ধার হাতে পানীয় ও বিস্কুটের প্যাকেট তুলে দেওয়া হয়।