পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফানে দক্ষিণ দিনাজপুর জেলার 18 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত , জানালেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় - Amphan effect

গতকাল গৌড়বঙ্গের তিন জেলা পরিদর্শনের জন্য মালদায় আসেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । এরপর আজ সকালে উত্তর দিনাজপুর জেলায় যান । উত্তর দিনাজপুর থেকে আমফান নিয়ে বালুরঘাটে প্রশাসনিক বৈঠক করতে আসেন তিনি ।

Rajib Banerjee's administration meeting on Amphan

By

Published : May 27, 2020, 7:54 PM IST

বালুরঘাট , 27 মে : আমফানে দক্ষিণ দিনাজপুর জেলা অনেকটাই ক্ষতিগ্রস্ত । জেলায় প্রায় 18 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে । বহু চাষের জমি নষ্ট হয়েছে । বোরোধান , ভুট্টা-সহ সবজি চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে । প্রাণীসম্পদ দপ্তরের বেশ কিছু শেড এবং PH বিভিন্ন জিনিস নষ্ট হয়েছে । বুধবার , বালুরঘাটে প্রশাসনিক বৈঠক শেষে এমনটাই বললেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ।

আমফানের প্রভাবে দক্ষিণ দিনাজপুর জেলায় কী কী ক্ষয়ক্ষতি হয়েছে , তা খতিয়ে দেখতে আজ বালুরঘাটে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । আজ বিকেলে বালুরঘাট প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়ায় প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় । এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিখিল নির্মল , পুলিশ সুপার দেবর্ষি দত্ত , DIG প্রসূন বন্দ্যোপাধ্যায় , উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা , রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ-সহ অন্যান্য আধিকারী সহ জনপ্রতিনিধিরা । প্রশাসনিক বৈঠকের পর দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক বিষয়ে কিছুক্ষণ আলোচনা পর্ব সারেন বনমন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় ।

প্রসঙ্গত , গতকাল তিনি গৌড়বঙ্গের তিন জেলা পরিদর্শনের জন্য মালদায় আসেন । এরপর আজ সকালে উত্তর দিনাজপুর জেলায় যান । উত্তর দিনাজপুর থেকে বালুরঘাটে প্রশাসনিক বৈঠক করতে আসেন তিনি । বৈঠক শেষে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ।

আজ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনমন্ত্রী জানান , কোরোনা ও আমফানের ফলে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ । আমফানে দক্ষিণ দিনাজপুর জেলার অবস্থা কী তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এখানে পাঠান । সেই মতো আজ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন । জেলায় আমফানের তেমন প্রভাব না পড়লেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 18 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে । বেশ কিছু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে । এমনকী , গতকাল রাতেও ভালো বৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় । সেই সব বিষয় নিয়েই জেলা প্রশাসনের কাছে ক্ষতির সম্পূর্ণ বিবরণ চেয়েছেন । সেই রিপোর্ট তিনি নবান্নে পৌঁছে দেবেন । ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ের জন্য রয়েছেন বলে তিনি জানান ।

ABOUT THE AUTHOR

...view details