পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রীর বাড়িতে খুব তাড়াতাড়ি ইডি-সিবিআই হানা দেবে, হুঁশিয়ারি সুকান্তর - ED CBI

Sukanta Majumdar warns state minister: দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্যকে একাধিক দাবিতে ডেপুটেশন দেন বিজেপির নেতারা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, প্রত্যেকটি থানার পুলিশ কর্মীরা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূল নেতাদের কথায় উঠাবসা করছে এবং যখন তখন মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসাচ্ছে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 10:58 PM IST

সুকান্ত মজুমদার

বংশিহারি (দক্ষিণ দিনাজপুর), 29 ডিসেম্বর: বিজেপি কর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসানো, পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করা সহ একাধিক বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলের পাশাপাশি মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন দিলেন বিজেপির নেতারা ৷ সেই সঙ্গে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র চাকরি দেওয়ার নাম করে প্রচুর মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, সেই কারণেই খুব তাড়াতাড়ি ইডি এবং সিবিআই হাজির হবে তাদের বাড়িতে এমনটাও দাবি করেন সুকান্ত ৷

শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্যকে একাধিক দাবিতে ডেপুটেশন দেন বিজেপির নেতারা।এদিন প্রথমে বুনিয়াদপুর ফুটবল মাঠে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করে সমগ্র বুনিয়াদপুর শহরজুড়ে। পরবর্তীতে মহকুমা পুলিশ অধিকারিকের অফিসে পৌঁছায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও জেলা বিজেপির নেতা, কর্মী-সমর্থকরা। এরপর আট জন বিজেপি নেতা একাধিক দাবি নিয়ে মহকুমা পুলিশ আধিকারিকে ডেপুটেশন দেন। এর পরেই বিক্ষোভ সমাবেশ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর বক্তব্য রাখতে গিয়ে পুলিশকে আক্রমণ করেন জেলার এক ঝাঁক বিজেপি নেতৃত্ব ৷ সেই সঙ্গে হুঁশিয়ারি দেন বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসালে পড়ে তাদের নামে কলকাতা হাইকোর্টে বিজেপি নেতৃত্ব মামলা করবে। তবে এদিন বিক্ষোভ সমাবেশে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, প্রত্যেকটি থানার পুলিশ কর্মীরা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূল নেতাদের কথায় উঠাবসা করছে এবং যখন তখন মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসাচ্ছে।

তবে এই দিন সাংবাদিক সম্মেলন করতে গিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র এবং তার ভাই চাকরি দেওয়ার নাম করে প্রচুর টাকা মানুষের থেকে নিয়েছেন ৷ সাংসদের কাছে অভিযোগও এসেছে এই বিষয়ে ৷ খুব তাড়াতাড়ি তাদের বাড়িতে ইডি এবং সিবিআই হাজির হবে বলেও জানান সুকান্ত। তিনি আরো জানান, বছরের প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি শিয়ালদা-বালুরঘাট নতুন ট্রেনের শুভ সূচনা করবেন।

আরও পড়ুন

  1. এসএসকেএম হাসপাতালে ডান কাঁধে অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর, কেমন আছেন ?
  2. ফের কোটি টাকা উদ্ধার শহরে, অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে 2 জনকে গ্রেফতার ইডি'র
  3. আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া জোটে নয়া সমস্যা !

ABOUT THE AUTHOR

...view details