পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চারদিনের "স্বাধীনতা", হিলির পুজোয় মেলে দুই বাংলা - Durga Puja at uccha gobindapur village at Hili border in South Dinajpur

পুজোর ক'টা দিন BSF-এর নজরদারি বেশ খানিকটা শিথিল থাকে ৷ পুজোয় অংশগ্রহণ করেন BSF ও BGB ৷ আট থেকে আশি সবাই উৎসবে মেতে ওঠেন । পুজোর চারদিন মণ্ডপ প্রাঙ্গণে নাটক, কীর্তন ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় ৷ এছাড়াও নবমীর দিন যুগিপর্ব গানের আসর বসে ৷ পুজোকে কেন্দ্র করে গোবিন্দপুরে বসে বিশাল মেলা । পুজো ও মেলা দেখতে বাংলাদেশ থেকে প্রচুর দর্শনার্থী আসেন ।

গোবিন্দপুর গ্রামের দুর্গাপুজো

By

Published : Oct 3, 2019, 5:43 PM IST

Updated : Oct 3, 2019, 7:37 PM IST

হিলি : দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের উচ্চা গোবিন্দপুরের দুর্গাপুজো ৷ কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডের এই পুজোয় অংশগ্রহণ করেন ওপার বাংলার মানুষজনও ৷ নেই জাঁকজমক, নেই রং-বেরঙের আলোকসজ্জা, নেই থিমের রমরমা ৷ তবে আছে আন্তরিকতা, স্বাধীনতা ৷ এই ক'দিন কাঁটাতারের বেড়াজাল ভুলে এপার ও ওপার বাংলার মানুষ এক হয়ে পুজোয় অংশগ্রহণ করেন ৷

1953 সাল থেকে এই পুজো হয়ে আসছে ৷ আগে পুজোটি হত দু'দেশের জ়িরো পয়েন্টে ৷ পরবর্তীকালে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনীর নির্দেশে জ়িরো পয়েন্ট থেকে প্রায় 20 মিটার ভারতীয় ভূখণ্ডের ভিতরে সরিয়ে নিয়ে আসা হয় ৷ এলাকাবাসীই চাঁদা তুলে পুজো করেন ৷ পুজোর দিনগুলোয় ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলির ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব বা উচ্চা গোবিন্দপুর গ্রামের মানুষ মেতে ওঠেন মাতৃবন্দনায় ৷ পুজোতে সমানভাবে অংশগ্রহণ করেন বাংলাদেশের দক্ষিণ দামোদরপুর গ্রামের 50টি হিন্দু ও 60টি-র মতো মুসলিম পরিবারও ৷

পুজোর ক'টা দিন BSF-এর নজরদারি বেশ খানিকটা শিথিল থাকে ৷ পুজোয় অংশগ্রহণ করে BSF ও BGB ৷ আট থেকে আশি সবাই উৎসবে মেতে ওঠেন । পুজোর চারদিন মণ্ডপ প্রাঙ্গণে নাটক, কীর্তন ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ৷ এছাড়াও নবমীর দিন যুগিপর্ব গানের আসর বসে ৷ পুজোকে কেন্দ্র করে গোবিন্দপুরে বসে বিশাল মেলা । পুজো ও মেলা দেখতে বাংলাদেশ থেকে প্রচুর দর্শনার্থী আসেন ।

দেখুন ভিডিয়ো...

পুজো কমিটির প্রাক্তন সম্পাদক নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে আগে 21টি পুজো হত । কিন্তু এর মধ্যে বর্তমানে 20টি এখন বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে । শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার হিলির উচ্চা গোবিন্দপুরের পুজোটি বর্তমানে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে হয় । চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, "এই ভারত ভূখণ্ডে বাস করলেও আমাদের সেই অবাধ স্বাধীনতা নেই ৷ প্রশাসন, BSF সবাইকে সন্তুষ্ট রেখে, সবার অনুমতি নিয়েই আমরা পুজো করি ৷ আগে খুব অসুবিধা হত কিন্তু এখন অনলাইনের সুবিধা হওয়ায় BSF, DM-এর অনুমতি নিয়ে এ ক'দিন অবাধ স্বাধীনতা পাই ৷"

Last Updated : Oct 3, 2019, 7:37 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details