পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টেন্ডার নিয়ে কোন্দল, জলঘর পঞ্চায়েতে পালিত হল না তৃণমূলের প্রতিষ্ঠা দিবস - tmc foundation day

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হল না বালুরঘাট ব্লকের 2 নম্বর জলঘর গ্রাম পঞ্চায়েতে । দলের একাংশের তরফে জানা গেছে, জেলাস্তরের নেতার অঙ্গুলিহেলনে পঞ্চায়েতের কাজকর্মে হস্তক্ষেপ করছে বহিরাগতরা। তাই কর্মীরা এই প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি বয়কট করে।

tmc
ছবি

By

Published : Jan 2, 2020, 2:30 AM IST

বালুরঘাট, 2 জানুয়ারি : পঞ্চায়েতের টেন্ডার নিয়ে দলের অন্দরে কোন্দল । এর জেরে বালুরঘাট ব্লকের 2 নম্বর জলঘর গ্রাম পঞ্চায়েতে পালিত হল না তৃণমূলের প্রতিষ্ঠা দিবস । দলের একাংশের তরফে খবর, এই কর্মসূচি বয়কট করে কর্মীরা । যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্বরা ।

বালুরঘাট ব্লকের অন্তর্গত 2 নম্বর জলঘর গ্রাম পঞ্চায়েত । বর্তমানে তৃণমূলের দখলেই রয়েছে এটি । প্রায় প্রতিটি বুথেই যখন গতকাল নানা কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে, তখন কোনও তোড়জোড় দেখা যায়নি জলঘর গ্রাম পঞ্চায়েতের ১২ টি বুথে । গতকাল সকাল থেকে বয়কট করা হয় এই কর্মসূচি । তবে, বিকেলের দিকে নেতাদের চাপে ২-৩ টি জায়গায় পতাকা উত্তোলন করা হয় । দলীয় একাংশের তরফে খবর, পঞ্চায়েতের কাজকর্মে তৃণমূলের বহিরাগত লোকজন হস্তক্ষেপ করা নিয়েই ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় দলীয় কর্মীদের মধ্যে । অভিযোগ, জেলাস্তরের নেতার অঙ্গুলিহেলনে বহিরাগতরা এই গ্রাম পঞ্চায়েতে দাপিয়ে বেড়াচ্ছে । টেন্ডার করানো থেকে নানা বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে । এর জেরেই দলের নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠা দিবস পালনে অংশ নেয়নি কর্মীরা ।

এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা বালুরঘাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মলয় মণ্ডল জানান, পতিরামে দলীয় কাজে গেছিলেন তিনি । কেন দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়নি এই প্রশ্ন জিজ্ঞাাস করতেই কিছু জানেন না বলে ফোন রেখে দেন । অন্যদিকে, তপন বিধানসভার তৃণমূলের কনভেনর অরুপ কুমার সরকার বলেন, ওই গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে সমস্যার জেরেই স্থানীয় নেতাকর্মীরা ক্ষুদ্ধ । তাই মাত্র কয়েকটি বুথেই প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে । তবে শীঘ্রই আলোচনার মধ্য দিয়ে সমস্যা মিটিয়ে ফেলা হবে ।

ABOUT THE AUTHOR

...view details