বংশীহারী, 19 জুন : বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকা ট্রাক টার্মিনাসে পরিণত হয়েছে । পাশাপাশি রাতের বেলা চলছে অসামাজিক কাজকর্ম । বাসস্ট্যান্ডে বাস কম ঢোকার জন্য সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকছে । এবং স্থানীয় কয়েকজন ঠিকাদার এই বাসস্ট্যান্ডকে ইট রাখার জায়গা হিসেবে বেছে নিয়েছে । কিন্তু প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের ।
কয়েকবছর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বিপ্লব মিত্রের প্রচেষ্টায় বুনিয়াদপুর বাসস্ট্যান্ডটি নির্মাণ হয়েছিল । কালিয়াগঞ্জ, বালুরঘাট এবং মালদা বালুরঘাটগামী সমস্ত বাস এখানে দাঁড়াত । কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখা যায়, এই বাসস্ট্যান্ড এলাকায় সকাল বেলা মালদা-রায়গঞ্জগামী সমস্ত বাস যাতায়াতের জন্য আসা যাওয়া করে । কিন্তু দুপুর থেকে কোনও বাস স্ট্যান্ডে ঢোকে না । তাই জায়গা দখল করেছে ট্রাক মালিকরা । এবিষয়ে এলাকাবাসী বহুবার প্রশাসনকে জানিয়েছে । কাজের কাজ কিছু হয়নি ।