বংশীহারী, 9 ফেব্রুয়ারি : ড্রাগন ফলের চাষ নিয়ে আগ্রহ বাড়ছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে এবং চাষ করে চাষিরা লাভবান হচ্ছেন । দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ডোহুয়া কুড়ি এলাকার প্রাক্তন এক সেনাকর্মী আব্দুল মনিম মিয়া এই ড্রাগন ফলের চাষ প্রথম শুরু করেন । 2010 সালে একটি কর্মসংস্থান কাগজ দেখে প্রাক্তন সেনা কর্মী এই ফল চাষ করার জন্য উদ্যোগী হন । আবদুল মনিম মিয়া নদিয়ার রানাঘাট থেকে ড্রাগন ফলের চারা নিয়ে আসেন । এরপর থেকে মনিম মিয়া প্রচুর ডাগন ফল চাষ করেন এবং প্রচুর টাকা উপার্জন করছেন ।
এই ড্রাগন ফল রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছে । যদিও বাজারে ফলের চাহিদা অনেক তবে পরিমাণ মতো যোগান দিতে পারছেন না । বংশীহারী ব্লক থেকে NRGS- এর মাধ্যমে বিভিন্ন স্কিম তৈরি করে এই ফল চাষ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে । পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের দ্বারা মানুষের মধ্যে কীভাবে এই চাষ বাড়ানো যায় তা চেষ্টা করা হচ্ছে । রশিদপুর হাসপাতালের চিকিৎসকরা লিভার এবং শরীর সুস্থ রাখতে এই ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন । ড্রাগন ফলে অনেক অ্যান্টি অক্সিডেন্ট আছে যা লিভার ভাল রাখে । বিভিন্ন দূষিত পদার্থ শরীর থেকে বের করে দেয় এই ড্রাগন ফল ।