পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বংশীহারীতে বাড়ছে ড্রাগন ফল চাষ ; লিভারে উপকারী, বলছেন চিকিৎসকরা - doctors suggesting to have dragon fruit for healthy liver

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ডোহুয়া কুড়ি এলাকার প্রাক্তন এক সেনা কর্মী আবদুল মনিম মিয়া এই ড্রাগন ফলের চাষ প্রথম শুরু করেন । ড্রাগন ফল রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছে । যদিও বাজারে ফলের চাহিদা অনেক তবে পরিমাণ মতো যোগান দিতে পারছেন না । বংশীহারী ব্লক থেকে NRGS- এর মাধ্যমে বিভিন্ন স্কিম তৈরি করে এই ফল চাষ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ।

dragon
dragon

By

Published : Feb 9, 2020, 11:23 PM IST

বংশীহারী, 9 ফেব্রুয়ারি : ড্রাগন ফলের চাষ নিয়ে আগ্রহ বাড়ছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে এবং চাষ করে চাষিরা লাভবান হচ্ছেন । দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ডোহুয়া কুড়ি এলাকার প্রাক্তন এক সেনাকর্মী আব্দুল মনিম মিয়া এই ড্রাগন ফলের চাষ প্রথম শুরু করেন । 2010 সালে একটি কর্মসংস্থান কাগজ দেখে প্রাক্তন সেনা কর্মী এই ফল চাষ করার জন্য উদ্যোগী হন । আবদুল মনিম মিয়া নদিয়ার রানাঘাট থেকে ড্রাগন ফলের চারা নিয়ে আসেন । এরপর থেকে মনিম মিয়া প্রচুর ডাগন ফল চাষ করেন এবং প্রচুর টাকা উপার্জন করছেন ।

এই ড্রাগন ফল রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছে । যদিও বাজারে ফলের চাহিদা অনেক তবে পরিমাণ মতো যোগান দিতে পারছেন না । বংশীহারী ব্লক থেকে NRGS- এর মাধ্যমে বিভিন্ন স্কিম তৈরি করে এই ফল চাষ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে । পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের দ্বারা মানুষের মধ্যে কীভাবে এই চাষ বাড়ানো যায় তা চেষ্টা করা হচ্ছে । রশিদপুর হাসপাতালের চিকিৎসকরা লিভার এবং শরীর সুস্থ রাখতে এই ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন । ড্রাগন ফলে অনেক অ্যান্টি অক্সিডেন্ট আছে যা লিভার ভাল রাখে । বিভিন্ন দূষিত পদার্থ শরীর থেকে বের করে দেয় এই ড্রাগন ফল ।

আবদুল মনিম মিয়া এই ড্রাগন ফলের চাষ প্রথম শুরু করেন

এই বিষয়ে প্রাক্তন সেনাকর্মী আবদুল মুনিম মিয়া জানান, 2012 সালে কর্মসংস্থান পেপারে একটা বিজ্ঞাপন দেখি । সেই বিজ্ঞাপন দেখে আমি চাষ শুরু করি । 2012 সালে এই কাজ প্রথম করলেও 2014 সালে গাছে ফল আসে । রানাঘাটে গিয়ে ট্রেনিং নিয়ে এবং ওইখান থেকে গাছটি নিয়ে এসে তারপর কাজ শুরু করি । এই ড্রাগন ফল সমস্ত রোগী খেতে পারেন । ডায়াবিটিস, কলেস্ট্রল, উচ্চ রক্তচাপ, ডেঙ্গি সহ বিভিন্ন রোগের জন্য ড্রাগন ফল খুবই উপকারী ।

কীভাবে হচ্ছে ড্রাগন ফল চাষ ?

বংশীহারী ব্লকের NRGS প্রকল্পের প্রজেক্ট অফিসার আমিনুল ইসলাম জানান, বংশীহারী ব্লকের ড্রাগন ফল চাষের জন্য অনেক কৃষক তৈরি করতে পেরেছি আমরা । যাঁরা ড্রাগন ফল চাষ করে স্বনির্ভর হচ্ছেন তাঁদের মধ্যে আবদুল মনিম মিয়া, তাঁর বিবি সহ বাবলু মাহাত সহ প্রচুর কৃষক এই চাষ করার জন্য উদ্যোগী হচ্ছেন ।

এই বিষয়ে রশিদপুর স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ইয়ার আলি বলেন, "ড্রাগন ফলে অ্যান্টি অক্সিডেন্ট আছে তা লিভার ভালো রাখে । বিভিন্ন দূষিত পদার্থ শরীর থেকে বের করে দেয় এই ড্রাগন ফল । লিভার ভালো রাখতে চাইলে তাহলে প্রতিদিন ড্রাগন ফল খান ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details