বালুরঘাট, 7 মে : সরকারি হাসপাতালে পরিকাঠামো সত্ত্বেও কিছু চিকিৎসক রোগীদের বেসরকারি নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠাচ্ছেন। ফলে অত্যাধুনিক পরিকাঠামো থাকা সত্ত্বেও বালুরঘাটে সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবা আজ প্রশ্নের মুখে।
সুপার স্পেশালিটিতে পরিকাঠামো সত্ত্বেও রোগীদের নার্সিংহোমে পাঠানোর অভিযোগ - private nursing home
উন্নত পরিকাঠামো সত্ত্বেও রোগীদের নার্সিংহোমে পাঠাচ্ছেন চিকিৎসকরা । এক পুলিশকর্মী এই সমস্যা নিয়ে দিন কয়েক আগে সরব হন । সমস্যার কথা স্বীকার করেন হাসপাতলের সুপারও ।
বালুরঘাটে কর্মরত পুলিশকর্মী অরুণ কুমার যাদবের অভিযোগ, কয়েকদিন আগে তিনি শারীরিক সমস্যা নিয়ে রাত ১২টা নাগাদ হাসপাতালে যান । সেখানে কর্মরত চিকিৎসককে তাঁর সমস্যার কথা বলেন । চিকিৎসক ওই রোগীর হার্টবিট সহ অন্য বিষয়গুলি দেখতে থাকেন । চিকিৎসক জানান ECG করতে হবে । তবে, সেটা হাসপাতালে নয়, বাইরে থেকে লোক এনে করাতে হবে । চিকিৎসকের সেই কথায় রাজি হননি অরুণবাবু । এরপরে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । কিন্ত গভীর রাত পর্যন্ত তার চিকিৎসা শুরু হয়নি। শেষ পর্যন্ত তিনি ৪০ কিলোমিটার দূরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান । সেখানে দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয় । এরপর তিনি সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনায় ক্ষুব্দ অরুণবাবু বলেন, "কিছু চিকিৎসক বেসরকারি প্যাথোলজি সেন্টার ও নার্সিংহোমের সঙ্গে যোগ রেখে কারবার করছেন । এটা বন্ধ হওয়া দরকার ।"
বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার তপন বিশ্বাস বলেন, "এই ধরণের কাজে দু-এক জন চিকিৎসক যুক্ত রয়েছেন । আমাদের কাছে এর আগেও এই খবর এসেছে । ওই চিকিৎসদের সতর্কও করা হয়েছে । বালুরঘাট হাসপাতালে সব ধরণের পরিকাঠামো রয়েছে । তাই রোগী ও তার পরিজনদের কাছে আমাদের আবেদন কারও কথায় কর্ণপাত করবেন না ।"