পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুপার স্পেশালিটিতে পরিকাঠামো সত্ত্বেও রোগীদের নার্সিংহোমে পাঠানোর অভিযোগ - private nursing home

উন্নত পরিকাঠামো সত্ত্বেও রোগীদের নার্সিংহোমে পাঠাচ্ছেন চিকিৎসকরা । এক পুলিশকর্মী এই সমস্যা নিয়ে দিন কয়েক আগে সরব হন । সমস্যার কথা স্বীকার করেন হাসপাতলের সুপারও ।

বালুরঘাট সদর হাসপাতাল

By

Published : May 7, 2019, 3:03 PM IST

বালুরঘাট, 7 মে : সরকারি হাসপাতালে পরিকাঠামো সত্ত্বেও কিছু চিকিৎসক রোগীদের বেসরকারি নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠাচ্ছেন। ফলে অত্যাধুনিক পরিকাঠামো থাকা সত্ত্বেও বালুরঘাটে সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবা আজ প্রশ্নের মুখে।

বালুরঘাটে কর্মরত পুলিশকর্মী অরুণ কুমার যাদবের অভিযোগ, কয়েকদিন আগে তিনি শারীরিক সমস্যা নিয়ে রাত ১২টা নাগাদ হাসপাতালে যান । সেখানে কর্মরত চিকিৎসককে তাঁর সমস্যার কথা বলেন । চিকিৎসক ওই রোগীর হার্টবিট সহ অন্য বিষয়গুলি দেখতে থাকেন । চিকিৎসক জানান ECG করতে হবে । তবে, সেটা হাসপাতালে নয়, বাইরে থেকে লোক এনে করাতে হবে । চিকিৎসকের সেই কথায় রাজি হননি অরুণবাবু । এরপরে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । কিন্ত গভীর রাত পর্যন্ত তার চিকিৎসা শুরু হয়নি। শেষ পর্যন্ত তিনি ৪০ কিলোমিটার দূরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান । সেখানে দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয় । এরপর তিনি সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনায় ক্ষুব্দ অরুণবাবু বলেন, "কিছু চিকিৎসক বেসরকারি প্যাথোলজি সেন্টার ও নার্সিংহোমের সঙ্গে যোগ রেখে কারবার করছেন । এটা বন্ধ হওয়া দরকার ।"

বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার তপন বিশ্বাস বলেন, "এই ধরণের কাজে দু-এক জন চিকিৎসক যুক্ত রয়েছেন । আমাদের কাছে এর আগেও এই খবর এসেছে । ওই চিকিৎসদের সতর্কও করা হয়েছে । বালুরঘাট হাসপাতালে সব ধরণের পরিকাঠামো রয়েছে । তাই রোগী ও তার পরিজনদের কাছে আমাদের আবেদন কারও কথায় কর্ণপাত করবেন না ।"

ABOUT THE AUTHOR

...view details