বংশীহারী, 4 মে : লকডাউন এর জন্য সমস্যায় পড়তে হয়েছে থ্যালাসেমিয়া রোগীদের ৷ তা মাথায় রেখেই রশিদপুর হাসপাতালে চিকিৎসক-সহ হাসপাতাল কর্মীরা রক্তদানের ব্যবস্থা করল । হাসপাতালে BMOH ডক্টর পুলকেশ সাহা ও হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর সুবর্ণ গাঙ্গুলি রক্ত দিলেন । হাসপাতাল কর্মী ও চিকিৎসকদের রক্তদানে এগিয়ে আসার জন্য এলাকাবাসী-সহ হাসপাতাল কর্মীরা খুবই খুশি ।
কোরোনা এবং লকডাউনের জেরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে দেখা দিয়েছে রক্ত সংকট । জেলার গঙ্গারামপুর এবং বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে দিন দিন কমে আসছে রক্ত । এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলায় প্রচুর থ্যালাসেমিয়া রোগী আছে এবং রক্ত সংকট দেখা দিয়েছে । এই সংকটের কথা ভেবেই রশিদপুর গ্রামীণ হাসপাতাল রক্তদানে উদ্যোগী হয় । রশিদপুর হাসপাতালের হাসপাতাল কর্মীসহ বিভিন্ন ডাক্তারবাবু, এমনকী হাসপাতালে BMOH ডক্টর পুলকেশ সাহা নিজেও রক্ত দিতে উদ্যোগী হন । এ