পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটে নতুন কোভিড হাসপাতালের নির্মাণকার্য খতিয়ে দেখলেন জেলা শাসক - DM inspected the construction work of the new covid Hospital at Balurghat

নবনির্মিত 80 বেডের কোভিড হাসপাতাল চালু হতে চলেছে বালুরঘাটে । কাজ খতিয়ে দেখলেন জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা ।

DM inspected the construction work of the new covid Hospital at Balurghat

By

Published : Jul 23, 2020, 1:39 AM IST

বালুরঘাট, 22 জুলাই : বালুরঘাট হোসেনপুর এলাকার নবনির্মিত ইয়ুথ হোস্টেলকে তৈরি করা হচ্ছে কোভিড হাসপাতাল । চালু করার আগে বুধবার কোভিড হাসপাতালে কাজ পরিদর্শনে গেলেন জেলা শাসক নিখিল নির্মল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, অতিরিক্ত জেলা শাসক(ভূমি ও রাজস্ব) প্রণব কুমার ঘোষ, বালুরঘাট জেলা হাসপাতালের সুপার তপন কুমার বিশ্বাস ও অন্যান্য আধিকারিক এবং টাস্ক ফোর্সের সদস্যরা । আগামী শুক্রবার থেকেই কোরোনা রোগীদের জন্য চালু করা হবে এই নতুন কোভিড হাসপাতাল ।

কোরোনা সংক্রমণ বেড়ে চলায় নতুন কোভিড হাসপাতাল(লেভেল 4) চালু করতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । বালুরঘাট হোসেনপুর এলাকায় থাকা নবনির্মিত ইয়ুথ হোস্টেলকে পুরোপুরি কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে । জোর কদমে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি । আগামী 24 জুলাই থেকে কোভিড হাসপাতালটি চালু করে দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে ।

এদিকে এখনও পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট রঘুনাথপুর এলাকায় একটি 25 বেডের কোভিড হাসপাতাল রয়েছে এবং 8 টি সেফ হাউস রয়েছে । যার মধ্যে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রে 80 টি, কুমারগঞ্জ ITI কলেজে 100 টি, কুমারগঞ্জ কিষাণ মাণ্ডিতে 60 টি, গঙ্গারামপুর স্টেডিয়ামে 58 টি, গোকর্ণতে 20 টি, তপন পথসাথীতে 20 টি, কুশমণ্ডি কিষাণ মাণ্ডিতে 20 টি, বুনিয়াদপুর ITI কলেজে 30 টি বেড রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details