পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তপনে ভাঙা নদীবাঁধ পরিদর্শনে জেলাশাসক - tapan

উত্তরবঙ্গে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করা হয়েছিল । সেই বৃষ্টির জেরে ভেঙে গেছিল পুনর্ভবা নদীবাঁধ । এরপর, গতকাল বিকেলে তপন ব্লকের আজমতপুর, রামচন্দ্রপুর ও রামপাড়া চ্যাঁচড়ার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন জেলাশাসক নিখিল নির্মল

ছবি
ছবি

By

Published : Jul 1, 2020, 10:21 AM IST

তপন, 1 জুলাই : ভেঙে যাওয়া নদীবাঁধ পরিদর্শন করলেন জেলাশাসক নিখিল নির্মল । জলের তোরে ভেঙে গেছিল পুনর্ভবা নদীবাঁধ । এরপর, গতকাল বিকেলে তপন ব্লকের আজমতপুর, রামচন্দ্রপুর ও রামপাড়া চ্যাঁচড়ার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন তিনি ।


ভারী বৃষ্টিপাতের জন্য গত সপ্তাহ থেকে উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি করা হয়েছে । বিগত কয়েক দিনে দক্ষিণ দিনাজপুর জেলার আত্রেয়ী, পুনর্ভবা ও টাঙন নদীর জল বিপদ সীমা ছুঁয়ে ফেলেছিল । প্রতিটি নদীবাঁধ বরাবর জল বইছিল । সোমবার সকালে জলের তোরে তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া ও রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পুনর্ভবা বাঁধ ভেঙে নওগা, সুকদেবপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পরে । সেই জলে প্লাবিত হয় কৃষি জমি । তবে কোনও গ্রামে সেভাবে জল ঢোকেনি। এরপর, বিষয়টি নজরে আসার পর ঘটনাস্থান পরিদর্শনে যান জেলাশাসক নিখিল নির্মল । তাঁর সঙ্গে ছিলেন তপনের ভারপ্রাপ্ত BDO মাসুদ করিম শেখ, তপনের OC সৎকার সাংবো সহ অন্য আধিকারিকরা । তবে গতকাল থেকে বৃষ্টি না হওয়ায় জেলার পুনর্ভবা সহ বাকি দু'টি আত্রেয়ী ও টাঙনের জল কমতে শুরু করেছে।

এবিষয়ে জেলাশাসক জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে নদীবাঁধ পরিদর্শনে যান তিনি । ভেঙে যাওয়া বাঁধ মেরামতির কাজ দ্রুত গতিতে চলছে। পুরো পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছেন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details