বংশীহারি, 18 মে : দক্ষিণ দিনাজপুর জেলার বহু প্রাচীন হাটগুলির মধ্যে সরাই হাট অন্যতম ৷ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়াও মালদা, মুর্শিদাবাদ, নদিয়া থেকে ক্রেতা ও বিক্রেতারা এই হাটে আসেন বিকিকিনি করতে ৷ বুনিয়াদপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের 50 একর জায়গা নিয়ে এই হাটটি বসে প্রতি মঙ্গলবার ৷ ভোর তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত এই হাট বসে ৷ গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী এই হাটে পাওয়া যায় ৷ মঙ্গলবার ভোর তিনটে থেকে বেলা 11টা পর্যন্ত পাইকারি কাপড়ের ব্যবসা চলে ৷ কোভিড আবহে আপাতত এই হাট বন্ধ করে দিল জেলা পুলিশ ও প্রশাসন ৷
জেলা প্রশাসন সূত্রে খবর, করোনা আবহে রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি হওয়ার পরই সরাই হাটের বিক্রেতাদেরও নতুন বিধিনিষেধের কথা জানিয়ে দেওয়া হয়েছিল ৷ তারপরও হুঁশ ফেরেনি তাঁদের ৷ মঙ্গলবার ভোর হতে না হতেই দূরদূরান্তের পাইকাররা পৌঁছে যান হাটে ৷ অথচ, প্রশাসনের নির্দেশ মাফিক এদিন হাটের পাইকারি কাপড় বেচাকেনার অংশটি বন্ধ ছিল ৷