বংশীহারী, 26 এপ্রিল: একটি টিউবওয়েল থেকে জল আনতে গেছিলেন এলাকার এক মহিলা । তখনই গন্ধযুক্ত ও সাদা গুঁড়ো পদার্থ (পাউডারের মতো ) মিশ্রিত জল বের হতে দেখেন । পাশাপাশি আরও দু'টো টিউবওয়েল থেকে একইরকম জল বেরোচ্ছিল । খবর চাউর হতেই আতঙ্ক ছড়ায় এলাকায় । গতরাতে বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটি এলাকার তিনটি টিউবওয়েল থেকেই এইরকম জল বেরোতে দেখেন এলাকাবাসী । অভিযোগ, কেউ বা কারা রাতের অন্ধকারে টিউবওয়েলগুলিতে বিষাক্ত কিছু মিশিয়ে দিয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের দুই নম্বর ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটি এলাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে 10 থেকে 15টি টিউবওয়েল বসানো হয়েছে । কিন্তু গতরাতে তিনটি টিউবওয়েল থেকে গন্ধযুক্ত ও সাদা গুঁড়ো পদার্থ মিশ্রিত জল বের হয় । এরপর আর কেউই ওই তিনটি টিউবওয়েল থেকে জল নেননি । অভিযোগ, রাতের অন্ধকারে কোনও একসময় এসে কেউ বা কারা এই কাজ করেছে । খবর দেওয়া হয় বংশীহারী থানায় । ঘটনাস্থানে আসেন গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল । এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে টিউবওয়েলগুলি দেখেন । জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মহকুমা দপ্তরে নিয়ে যান । কে বা কারা এই কাজ করল, কেনই বা করল তা খতিয়ে দেখছে গঙ্গারামপুর মহকুমা প্রশাসন এবং বংশীহারী থানার পুলিশ ।