পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সৎকারের পর মৃতের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ, আশঙ্কায় পরিবার - বালুরঘাট

মৃত ব্যক্তি এলাকায় পরিচিত ছিলেন । তাঁর মৃত্যুর খবর পেয়ে বহু মানুষ তাঁকে দেখতে ভিড় জমান ।

coronavirus cases in west bengal
বালুরঘাটে মৃত্যুর পর বৃদ্ধের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ

By

Published : Aug 21, 2020, 6:31 AM IST

বালুরঘাট, 21 অগাস্ট : সৎকার করার পরেরদিন বৃদ্ধের রিপোর্ট কোরোনা পজ়িটিভ । বালুরঘাট ব্লকের ঘটনা । এদিকে বালুরঘাট জেলা হাসপাতালে মারা যাওয়ায় হাসপাতালে স্যানিটাইজ় করা হয় । মৃতের পরিবারের সদস্যদের সোয়াব টেস্টের প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর ।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ওই বৃদ্ধের বয়স ৬৮ বছর । তিনি নিউমোনিয়া ও হৃদরোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন । তিনি পেশায় ব্যবসায়ী । বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় । এদিকে এলাকায় নাম-ডাক থাকায় তাঁর শেষকৃত্যে বহু মানুষ যোগ দেন । যেখানে কোনওরকম স্বাস্থ্যবিধি ছিল না বলে জানা গেছে । এদিকে বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে যে রিপোর্ট পাঠানো হয়, তাতে তিনি কোরোনা পজ়িটিভ ছিলেন । বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । তবে পুরো ঘটনার উপর নজর রাখছে ব্লক ও জেলা স্বাস্থ্য দপ্তর । এই বিষয়ে বালুরঘাট ব্লক স্বাস্থ্য আধিকারিক অর্পণ সরকার বলেন, "ওই বৃদ্ধের বালুরঘাট জেলা হাসপাতালে সোয়াব টেস্ট হয় । বুধবার তিনি মারা যান । বৃহস্পতিবার তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । ওনার সংস্পর্শে আসা কেউ যদি অসুস্থ হয়, তাদের সকলের পরীক্ষার ব্যবস্থা করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details