পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দল বদলালেও বদলায়নি ছবি, জেলা পরিষদ ভবনে এখনও একই ফ্রেমে মমতা-বিপ্লব - মমতা বন্দ্যোপাধ্যায়

দলবদলের পর আজই প্রথম জেলা পরিষদ ভবনে আসেন লিপিকা রায়, বিপ্লব মিত্ররা । জেলা পরিষদের 10 জন সদস্য BJP-তে যোগ দিলেও আজ জেলা পরিষদ ভবনে আসেন মাত্র ছ'জন । BJP-র তরফে জানানো হয় এই চারজন না কি "অসুস্থ", তাই আসতে পারেননি ।

একফ্রেমে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিপ্লব মিত্র

By

Published : Jul 11, 2019, 9:35 PM IST

Updated : Jul 11, 2019, 9:53 PM IST

বালুঘাট, 11 জুলাই : দিল্লি থেকে ফিরে আজই প্রথম জেলা পরিষদ ভবনে এলেন লিপিকা রায়, বিপ্লব মিত্ররা । সভাধিপতি লিপিকা রায় বসলেন নিজের আসনে । পাশে তখন বিপ্লববাবু । তৃণমূল ছেড়ে আজ ওরা BJP-তে । আর পিছন থেকে উঁকি মারছে পুরনো দিনের ছবি । একফ্রেমে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিপ্লব মিত্র ।

সমস্যাটা শুরু হয়েছিল লোকসভা নির্বাচনের আগে থেকেই । বালুরঘাট কেন্দ্রে অর্পিতা ঘোষের পরাজয়ের পরই জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিপ্লব মিত্রকে । এরপরই দলত্যাগ করেন তিনি । সেই সঙ্গে দল ছাড়েন তৃণমূল কংগ্রেসের 10 জেলা পরিষদ সদস্যও । এদের মধ্যে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় ।

BJP তে যোগদানের পর 7 জুলাই রাজ্যে ফেরেন বিপ্লব মিত্র সহ জেলা পরিষদের সদস্যরা । 10 জন সদস্য BJP-তে যোগ দিলেও আজ জেলা পরিষদ ভবনে আসেন মাত্র ছ'জন । বিশ্বনাথ পাহান, গৌরী মালি, ইরা রায় ও পঞ্চানন বর্মণ উপস্থিত ছিলেন না । BJP-র তরফে জানানো হয় এই চারজন না কি 'অসুস্থ', তাই আসতে পারেননি ।

জেলা পরিষদ ভবনে এখনও একই ফ্রেমে মমতা-বিপ্লব

এই সংক্রান্ত খবর : BJP-তে যোগ বিপ্লব মিত্র ও উইলসন চম্প্রামারির

এদিকে, জেলা পরিষদ ভবনে এসেই নিজের ঘরে আসেন লিপিকা রায় । ছিলেন বিপ্লব মিত্র, BJP-র জেলা সভাপতি শুভেন্দু সরকাররা । এরা কেউই এখন তৃণমূল কংগ্রেসের সদস্য নন । তবুও জেলা সভাধিপতির ঘরে দেখা গেল মমতার বন্দ্যোপাধ্যায়ের ছবি । তৃণমূল নেত্রীর সঙ্গে এক ফ্রেমে বিপ্লব মিত্র ।

এই সংক্রান্ত খবর : দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখলের পথে BJP

তিনি বলেন, "পঞ্চায়েত আইন অনুযায়ী বোর্ড গঠনের আড়াই বছরের মধ্যে জেলা সভাধিপতির বিরুদ্ধে কোনও অনাস্থা আনা যায় না । পাশাপাশি, মোট সদস্যের এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই দল পরিবর্তন করা যায় ।" জেলা পরিষদে BJP-তে যোগদানকারী চার সদস্যই আজ অনুপস্থিত ছিলেন । এবিষয়ে তিনি বলেন, "আজ নানা কারণে কয়েকজন সদস্য আসতে পারেননি । যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা ও পুলিশ-প্রশাসন ভয় দেখাচ্ছে তাতে অনেকেই সন্ত্রস্ত হয়ে পড়ছেন । BJP কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢোকানো হচ্ছে । ভয় না পেয়ে সকলে মিলে একসঙ্গে লড়তে হবে । আইন সবার জন্য সমান ।"

এই সংক্রান্ত খবর : দেড় মাসের মধ্যে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল সাইনবোর্ড হয়ে যাবে, হুঁশিয়ারি বিপ্লবের

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় বলেন, "আগামী দিনে সকলকে নিয়েই কাজ করব ।"

Last Updated : Jul 11, 2019, 9:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details