বালুরঘাট, 12 জুন: হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলামের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছেন স্থানীয় BDO । ঘটনার প্রতিবাদে হরিরামপুরের BDO-র অপসারণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটে অতিরিক্ত জেলা শাসকের(সাধারণ) কাছে স্মারকলিপি দিলেন বামফ্রন্ট । এই দিন জেলা বামফ্রন্টের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসক অংশুমান ভট্টাচার্যের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন বামফ্রন্টের জেলা আহ্বায়ক তথা CPI(M)-এর জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস, RSP-র রাজ্য সম্পাদক তথা বালুরঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ চৌধুরী, হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলাম সহ মোট পাঁচজন । তাঁদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে বামফ্রন্টের জেলা আহ্বায়ক নারায়ণ বিশ্বাস জানিয়েছেন । অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক ।
সম্প্রতি হরিরামপুরের BDO শ্রীমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে গঙ্গারামপুর মহাকুমার শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলাম । সেই অভিযোগে মাদকদ্রব্য সেবনের উল্লেখ করেছিলেন বিধায়ক রফিকুল ইসলাম । এর পরেই BDO শ্রীমান বন্দ্যোপাধ্যায়ের হরিরামপুর থানায় রফিকুল ইসলাম সহ মোট তিনজনের নামে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেন । অভিযোগে BDO উল্লেখ করেন BDO অফিস ভাঙচুর করা হয়েছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে । ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ । এদিকে BDO মামলা দায়ের পরই ফের সরব হয়েছে জেলা বামফ্রন্ট । গতকাল এই নিয়ে গঙ্গারামপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছিল গঙ্গারামপুর এরিয়া কমিটি । গতকালের পর আজ অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি তুলে দিল জেলা বামফ্রন্ট । দলীয় কার্যালয় থেকে বালুরঘাট প্রশাসনিক ভবনে আসেন । প্রথমে জেলাশাসককে স্মারকলিপি দেওয়ার কথা থাকলেও পরে তা অতিরিক্ত জেলা শাসকের হাতে তুলে দেন ।