বালুরঘাট, 27 জুলাই : ভারী বর্ষা শুরু হতেই অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে । জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে । রোজ পালা করে হাসপাতালে অনেকে ভরতি হচ্ছে । দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্যবিভাগ তরফে জানা গেছে, এখনও পর্যন্ত জেলায় 21 জনের শরীরে ডেঙ্গির উপসর্গ মিলেছে । এই মুহুর্তে বালুরঘাট হাসপাতালেই অজানা জ্বরে ভরতি রয়েছেন 100-রও বেশি মানুষ । তবে এতে আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ ।
গত জুন মাস থেকে অজানা জ্বরে বালুরঘাট সদর হাসপাতালে রোগী ভরতি হচ্ছেন । ইতিমধ্যে বেশ কয়েকজনের রক্তে ডেঙ্গির উপসর্গ মিলেছে । আক্রান্তদের মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছেন । এই মূহূর্তে আরও কিছু রোগী জ্বর নিয়ে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন । যাদের মধ্যে দু'জন রোগীকে বিশেষ নজরে রেখেছেন চিকিৎসকরা । বাধো বর্মণ (20) ও হীরালাল রায় (46) । তাঁরা ডেঙ্গিতে আক্রান্ত বলে জানা গেছে । বালুরঘাট ব্লকের নকশা বেনাপাড়ায় বাড়ি বাধো বর্মণের । মুম্বইয়ে শ্রমিকের কাজে গিয়েছিলেন । জ্বর না কমায় ফিরে আসেন । গত মঙ্গলবার থেকে বালুরঘাট সদর হাসপাতালে ভরতি । অপরদিকে, বালুরঘাট ব্লকের বাউল বরা এলাকার বাসিন্দা পেশায় কৃষক হীরালাল রায় । অসমে পুজা দিতে গেছিলেন তিনি । থেকে বালুরঘাট সদর হাসপাতালে ভরতি রয়েছেন । এদিকে অজানা জ্বর ও ডেঙ্গি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পরেছে বালুরঘাট ও সংলগ্ন এলাকায় । হাসপাতাল সূত্রে খবর, জ্বরে আক্রান্তদের জন্য হাসপাতালে পৃথক শয্যার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর ।