বংশীহারী, 24 জুলাই : বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাল কয়েকশো গ্রামবাসী । তারা রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখায় । বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটের সময় হলে নেতারা এই রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিয়ে থাকে । ভোট ফুরোলেই তাদের আর দেখা যায় না । প্রতিশ্রুতি দেওয়াই সার । আজও হাল ফেরেনি রাস্তার ।
দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের 3 নম্বর এলাহাবাদ অঞ্চলের প্রায় ঢিল ছোঁড়া দূরত্বে আবুতাহার গ্রাম । সেখান থেকে গায়েনপাড়া পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে । দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি । গ্রামবাসী বহুবার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনকে জানিয়েছে । তাতেও সুরাহা মিলেনি ।
জানা গেছে, বাসকুড়ি, গায়েনপাড়া , গোসাইপুর গ্রাম সব মিলিয়ে প্রায় 700 টি পরিবার রয়েছে । যারা প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করে । বর্ষাকালে এর হাল আরও খারাপ হয় । বাচ্চাদের পড়াশোনা, ছাত্র ছাত্রীদের যাতায়াত ও অসুস্থ কিংবা প্রসূতিদের যথেষ্ট সমস্যা হয় ।