পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pool Car Check up : দুর্ঘটনা কমাতে পুলকারের স্বাস্থ্য পরীক্ষা দক্ষিণ দিনাজপুরে - গঙ্গারামপুর মহকুমা

রাজ্যে দুর্ঘটনা কমাতে পরিবহণ দফতরের উদ্যোগ (Transport Department) ৷ বুনিয়াদপুরে পুলকারগুলির স্বাস্থ্য পরীক্ষা করলেন দক্ষিণ দিনাজপুর জেলার পরিবহণ দফতরের আধিকারিকরা ।

pulkars health checkup
পুলকারের স্বাস্থ্য পরীক্ষা

By

Published : Mar 13, 2022, 12:40 PM IST

বংশীহারি, 13 মার্চ : শনিবার বুনিয়াদপুরে পুলকারগুলির স্বাস্থ্য পরীক্ষা করলেন দক্ষিণ দিনাজপুর জেলার পরিবহণ দফতরের আধিকারিকরা (South Dinajpur District Transport Department)। গত দুই বছরেরও বেশি সময় করোনার জেরে স্কুল বন্ধ ছিল । তার ভয়াবহ দাপট থেকে জনজীবন অনেকটাই স্বাভাবিক ছন্দে চলতে শুরু করেছে । ইতিমধ্যে সরকারি স্কুল, কলেজগুলি খুলে গিয়েছে । পাশাপাশি বেসরকারি ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলি খুলতে শুরু করেছে । খুব শীঘ্রই স্কুলগুলিতে অফলাইনে ক্লাস শুরু হবে । বিভিন্ন জেলা-সহ সমস্ত রাজ্যে দুর্ঘটনা কমাতে পরিবহণ দফতর এই উদ্যোগ নিয়েছে ।

গঙ্গারামপুর মহকুমায় এরকম স্কুলের সংখ্যা নেহাত কম নয় । হরিরামপুর, কুশমন্ডি, মহিপাল, নালাগোলা, দৌলতপুর, প্রাণসাগর, ফুলবাড়ি থেকে প্রচুর ছাত্রছাত্রী স্কুল বাসে করে যাতায়াত করে । এতদিন অনলাইনে ক্লাস চলার কারণে বাসগুলির ব্যবহার ছিল না । স্কুলগুলিতে খুব শীঘ্রই অফলাইনে ক্লাস শুরু হতে চলেছে ৷ দু'বছর না চলার ফলে অনেকে বাসই অকেজো হয়ে পড়ে রয়েছে । বাসের চাকা-সহ অন্যান্য যন্ত্রাংশও কর্মক্ষমতা হারাতে বসেছে । প্রায়ই রাস্তাঘাটে চাকা ফেটে দুর্ঘটনার কবলেও পড়ছে সেগুলি । আবার অনেক স্কুল বাস মালিক নিজস্ব তত্ত্বাবধানে বাসগুলিকে সচল রেখেছেন । চলাচলের অযোগ্য স্কুল বাসগুলিতে যাতে কোনওভাবেই পড়ুয়াদের নিয়ে না যাওয়া হয় তার উপর নজরদারি শুরু হল ৷ জেলা প্রশাসন-সহ মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথের উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে স্কুল বাসগুলির স্বাস্থ্য পরীক্ষার কাজ । স্কুল বাসগুলির স্বাস্থ্য-সহ যাবতীয় নথি খতিয়ে দেখতে আচমকা হানা দিলেন বুনিয়াদপুরে পরিবহণ দফতরের আধিকারিকরা । শনিবার সকাল থেকে বেশ কিছু স্কুল বাসের স্বাস্থ্য পরীক্ষা করেন জেলার দুই মোটর ভেহিকেল ইনস্পেক্টর টেকনিক্যাল ।

আরও পড়ুন :Pool Car Crisis : স্কুল খুললেও অমিল পুলকার, সমস্যায় পড়ুয়ারা

এদিন স্কুল বাসগুলির হেডলাইট, ইন্ডিকেটর, আপার, ডিপার, হর্ন, পিছনের ইন্ডিকেটর, ব্যাকলাইট, ইঞ্জিন, কুলার সিস্টেম, সিট, ভিতরে লাইট, জানালা, টায়ার-সহ যাবতীয় নথি-সহ পর্যবেক্ষণ করেন । বেশ কয়েকটি গাড়ি রাস্তায় চলার ছাড়পত্র পেয়েছে । তবে কয়েকটি স্কুল বাসের ছোটখাটো ত্রুটি-বিচ্যুতিগুলি মেরামত করার নির্দেশ দেওয়া হয় । বেশিরভাগ স্কুল বাসের পিছনে লাল, সামনে সাদা ও গায়ের দুদিকে রিফ্লেকটেড রেডিয়াম টেপ সাঁটানো না থাকায় ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিক মোহন রজক । প্রতিটি গাড়ির মালিককে উচ্চগ্রামে হর্ন বাজানো যাবে না বলেও নির্দেশ দেন । যেসব স্কুল বাসের টায়ারগুলি চলাচলের অযোগ্য সেগুলিকে দ্রুত পরিবর্তনের নির্দেশ দেন ।

আরও পড়ুন : Road Block in South Dinajpur: হাসপাতালে চিকিৎসকের দাবিতে পথ অবরোধ কুশমন্ডিতে

মোটর ভেহিকেল ইনস্পেক্টর (টেকনিক্যাল) মোহন রজক বলেন, "জেলা ও মহকুমা প্রশাসনের উদ্যোগে আজকে স্কুল বাসগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হল । যেসব ত্রুটি-বিচ্যুতি পাওয়া গিয়েছে সেগুলি দ্রুত মেরামতির জন্য বলা হয়েছে । খুব শীঘ্রই সংশ্লিষ্ট দফতর থেকে তাদের চিঠি পাঠানো হবে । পরবর্তীতে এই ধরনের অভিযান লাগাতার চলবে । খুব শীঘ্রই উচ্চগ্রামে হর্ন বন্ধের জন্য ডেসিবেল মাপার যন্ত্র আসছে । রাস্তায় কেউ উচ্চগ্রামে হর্ন বাজালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details