বংশীহারি, 13 মার্চ : শনিবার বুনিয়াদপুরে পুলকারগুলির স্বাস্থ্য পরীক্ষা করলেন দক্ষিণ দিনাজপুর জেলার পরিবহণ দফতরের আধিকারিকরা (South Dinajpur District Transport Department)। গত দুই বছরেরও বেশি সময় করোনার জেরে স্কুল বন্ধ ছিল । তার ভয়াবহ দাপট থেকে জনজীবন অনেকটাই স্বাভাবিক ছন্দে চলতে শুরু করেছে । ইতিমধ্যে সরকারি স্কুল, কলেজগুলি খুলে গিয়েছে । পাশাপাশি বেসরকারি ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলি খুলতে শুরু করেছে । খুব শীঘ্রই স্কুলগুলিতে অফলাইনে ক্লাস শুরু হবে । বিভিন্ন জেলা-সহ সমস্ত রাজ্যে দুর্ঘটনা কমাতে পরিবহণ দফতর এই উদ্যোগ নিয়েছে ।
গঙ্গারামপুর মহকুমায় এরকম স্কুলের সংখ্যা নেহাত কম নয় । হরিরামপুর, কুশমন্ডি, মহিপাল, নালাগোলা, দৌলতপুর, প্রাণসাগর, ফুলবাড়ি থেকে প্রচুর ছাত্রছাত্রী স্কুল বাসে করে যাতায়াত করে । এতদিন অনলাইনে ক্লাস চলার কারণে বাসগুলির ব্যবহার ছিল না । স্কুলগুলিতে খুব শীঘ্রই অফলাইনে ক্লাস শুরু হতে চলেছে ৷ দু'বছর না চলার ফলে অনেকে বাসই অকেজো হয়ে পড়ে রয়েছে । বাসের চাকা-সহ অন্যান্য যন্ত্রাংশও কর্মক্ষমতা হারাতে বসেছে । প্রায়ই রাস্তাঘাটে চাকা ফেটে দুর্ঘটনার কবলেও পড়ছে সেগুলি । আবার অনেক স্কুল বাস মালিক নিজস্ব তত্ত্বাবধানে বাসগুলিকে সচল রেখেছেন । চলাচলের অযোগ্য স্কুল বাসগুলিতে যাতে কোনওভাবেই পড়ুয়াদের নিয়ে না যাওয়া হয় তার উপর নজরদারি শুরু হল ৷ জেলা প্রশাসন-সহ মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথের উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে স্কুল বাসগুলির স্বাস্থ্য পরীক্ষার কাজ । স্কুল বাসগুলির স্বাস্থ্য-সহ যাবতীয় নথি খতিয়ে দেখতে আচমকা হানা দিলেন বুনিয়াদপুরে পরিবহণ দফতরের আধিকারিকরা । শনিবার সকাল থেকে বেশ কিছু স্কুল বাসের স্বাস্থ্য পরীক্ষা করেন জেলার দুই মোটর ভেহিকেল ইনস্পেক্টর টেকনিক্যাল ।
আরও পড়ুন :Pool Car Crisis : স্কুল খুললেও অমিল পুলকার, সমস্যায় পড়ুয়ারা