বালুরঘাট, ২৫ নভেম্বর : প্রায় ১৫ দিন ধরে চলছিল পরিদর্শন অভিযান । তারই বিশেষ পর্যালোচনা বৈঠক বা রিভিউ মিটিং অনুষ্ঠিত হল বালুরঘাট টাউন হলে । এদিনের বৈঠকে হাজির ছিলেন জেলা শাসক নিখিল নির্মল, অতিরিক্ত তিন জেলাশাসক ও দুই মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা । বৈঠকে ১০০ দিনের কাজে অগ্রগতি আনতে নির্দেশ দেন জেলাশাসক । প্রসঙ্গত,১০০ দিনের কাজে পিছিয়ে থাকা নিয়েই সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের উপর বেজায় চটে ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। শেষ পর্যন্ত সোমবার পর্যালোচনা সভায় উঠে আসা ওই সমস্যার উপর বিশেষ নজর দিতে জেলা ও ব্লক পর্যায়ের আধিকারিকদের নির্দেশ দেন জেলাশাসক।
জানা গেছে ,পরিদর্শন অভিযান নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার । তাতে মানুষের কাছে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা কতটা পৌঁছাচ্ছে বা কোনও অসুবিধা আছে কিনা সে বিষয়ে জানতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । এই উপলক্ষ্যে গত ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অভিযান চলে । অভিযান শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। জেলা শাসকের নেতৃত্বে এই কর্মসূচিতে একজন IAS (প্রবেশনারি), চার অতিরিক্ত জেলা শাসক সহ ৪২ জন WBCS পদের আধিকারিক ছিলেন ।