বুনিয়াদপুর, 22 ফেব্রুয়ারি : জেলা সফরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ৷ এলে নিশ্চয়ই সভাও করবেন ৷ আর সে কথা মাথায় রেখেই কেটে ফেলা হল বুনিয়াদপুর ফুটবল মাঠ সংলগ্ন একাধিক বড় গাছ । যা নিয়ে সরব হলেন স্থানীয় CPIM বিধায়ক থেকে শুরু করে পরিবেশপ্রেমী একটি সংঠন ৷ বিশ্ব উষ্ণায়ণের যুগে গাছ লাগানোই যখন দস্তুর, তখন মুখ্যমন্ত্রী কিছুক্ষণের জন্য এলাকায় আসবেন বলে বৃক্ষছেদন মেনে নিতে পারছেন না অনেকেই । ইতিমধ্যে হরিরামপুর বিধানসভার CPIM বিধায়ক রফিকুল ইসলাম ই-মেল মারফত জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন ।
বুনিয়াদপুর ফুটবল মাঠে আগামী 4 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা হওয়ার কথা রয়েছে ৷ তার আগে তৃণমূল শিবির ওই মাঠ সংস্কারের কাজ শুরু করেছে । অভিযোগ, সেই কাজ করতে গিয়েই সভাস্থলের কৃষি দপ্তরের অধীন বেশ কিছু গাছ কেটে ফেলা হয়, বন্ধ করে দেওয়া হয় এলাকার একটি হাই ড্রেন । এই সংবাদ পেয়েই ঘটনাস্থানে যান বংশী হারি নদী ও পরিবেশ-এর সদস্যরা ৷ সঙ্গে ছিলেন হরিরামপুর বিধানসভার CPIM বিধায়ক রফিকুল ইসলাম ৷ তারা কৃষি দপ্তরের গাছ কাটায় বাধা দেন । তাতে কোনও কাজ না হওয়ায় জেলাশাসকের কাছে ই-মেল-এ অভিযোগ করেন বিধায়ক । পরে CPIM জেলা নেতৃত্ব হুঁশিয়ারি দেয়, এই অন্যায় বন্ধ না হলে বুনিয়াদপুরের মানুষকে সঙ্গে নিয়ে গাছ কাটার প্রতিবাদে পথে নামাব ।