বালুরঘাট, ১৯ মার্চ : বাড়ি বাড়ি জলের লাইন দিতে গিয়ে ফেটে গেল টাইম কলের পাইপ । এর ফলে এলাকার 4টি ট্যাপ দিয়ে বের হচ্ছে নর্দমার নোংরা জল । পাইপ ফেটে যাওয়ার তিন দিন পরও সমস্যা সমাধান না হওয়ায় নাজেহাল বালুরঘাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের ঢাকা কলোনির বাসিন্দারা । পৌরকর্মীদের সারাইয়ের আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ করছেন তাঁরা । এর ফলে পানীয় জল আনতে হচ্ছে অন্য কল থেকে। ঘটনায় ক্ষোভ জমছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে । যদিও এমন কোন অভিযোগ পাননি বলে জানিয়েছেন পৌর প্রশাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় ।
প্রসঙ্গত, বেশ কিছু দিন আগে থেকে বালুরঘাট পৌরসভার বিভিন্ন এলাকায় দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি জলের কানেকশন। শহরের নতুন সংযুক্ত হওয়া চকভৃগুর তিনটি ওয়ার্ড বাদ দিয়ে বাকি ২২ টি ওয়ার্ডে বাড়ি বাড়ি জলের কানেকশন । বালুরঘাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের ঢাকা কলোনী এলাকায় রাস্তা খুঁড়ে বাড়ি বাড়ি জলের কানেকশন দেওয়া হচ্ছে। অভিযোগ, সেই সময় রাস্তা খুঁড়তে গিয়ে টাইম কলের পাইপ ফেটে যায়। যার ফলে টাইম কলের জল গিয়ে পড়ছে ড্রেনে। আর ড্রেনের নোংরা জল মিশে তা পড়ছে টাইম কল দিয়ে। এলাকার এমন চারটি টাইম কল দিয়ে নোংরা ঘোলা জল বের হচ্ছে। এর ফলে সেই জল পানের অযোগ্য হয়ে পড়েছে। এদিকে বিষয়টি নজরে আসতেই পৌরসভার কর্মীদের ফেটে যাওয়া পাইপ ঠিক করার কথা বলা হলেও তা করা হয়নি। এদিকে রাস্তায় গর্ত থাকার ফলে সমস্যায় পড়েছেন পথ চলতি মানুষরা। ঘটতে পারে যে কোন সময় দুর্ঘটনা।
এবিষয়ে এলাকার গৃহবধূ রুমি চন্দ ও স্কুল শিক্ষক তপন চন্দ জানান, ড্রেনের নোংরা জলগুলি ওই পাইপ দিয়ে ঢুকে ট্যাপের জলের সাথে মিশে যাচ্ছে। যার ফলে ঘোলা জল বের হচ্ছে। তারা এই ট্যাপকল থেকেই জল সংগ্রহ করে পানীয় হিসেবে ব্যবহার করে থাকেন। কিন্তু এখন নোংরা জল বের হওয়ায় তারা কেউ জল খেতে পারছে না। আবার রাস্তায় গর্ত থাকায় যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।