বংশীহারি, 8 অক্টোবর : করোনার (Covid-19) তৃতীয় ঢেউ (Third Wave) মোকাবিলায় অভিনব প্রয়াস দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার পুলিশের ৷ দেবীপক্ষের সূচনা হতেই শুক্রবার বুনিয়াদপুর ট্রাফিক মোড়ে স্বয়ং ‘মা দুর্গা’কে দেখা গেল ‘অসুর’ বধ করতে ! আসলে করোনা আবহেও যাঁরা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মাস্ক ছাড়াই বাইরে বেরিয়েছেন, তাঁদের ‘অসুর’ বলে চিহ্নিত করা হল ৷ ছোট্ট দুর্গা তাঁর অস্ত্র ‘ঢুকিয়ে’ দিলেন এই ‘অসুর’দেরই পেটে ৷ তারপর তাঁদের মাস্কও পরিয়ে দিলেন তিনি ৷ পুলিশের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন বাসিন্দারা ৷ ভুল স্বীকার করে মাস্ক পরার অঙ্গীকার করেছেন নিয়মভঙ্গকারীরাও ৷
আরও পড়ুন :Calcutta High Court : এবারও জারি বিধিনিষেধ, মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ দর্শনার্থীদের
হাতে আর মাত্র ক’টা দিন ৷ তারপরই শুরু হয়ে যাবে দুর্গোৎসব ৷ এদিকে, অক্টোবর মাসেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ সেই আশঙ্কা যাতে সত্যি না হয়, তা যথাসম্ভব নিশ্চিত করতেই এই অভিনব কর্মসূচি হাতে নেয় বংশীহারি থানা ৷ আই সি মনোজিৎ সরকার এই প্রসঙ্গে বলেন, ‘‘কোভিড নিয়ে এত প্রচার করার পরও সাধারণ মানুষ মাস্ক ছাড়াই রাস্তায় বেরোচ্ছেন ৷ সেই কারণেই মানুষকে ফের সচেতন করার উদ্যোগ নিয়েছি আমরা ৷ আমাদের আবেদন, মানুষ একটু সচেতন হোন ৷ না হলে উৎসবের মরশুমেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে ৷ মানুষ যদি এরপরও নিয়ম না মানে তাহলে আমরা আইনানুগ পদক্ষেপ করতে বাধ্য হব ৷’’
করোনা সচেতনতায় অভিনব কর্মসূচি বংশীহারি থানার পুলিশের ৷ আরও পড়ুন :Calcutta High Court : পুজোয় আদালতের নির্দেশ মেনেই খরচ করতে হবে অনুদানের টাকা, জানাল হাইকোর্ট
এদিকে, দুর্গার হাতে এভাবে ‘বধ’ হলেও ‘করোনা-অসুর’দের কাউকেই অসন্তুষ্ট বা বিরক্ত হতে দেখা গেল না ৷ নিজেদের ভুল স্বীকার করেই মাস্কে মুখ ঢাকলেন তাঁরা ৷ সকলেরই প্রতিশ্রুতি, এবার থেকে রাস্তায় বেরোলেই মাস্ক পরবেন ৷ তবে এই প্রতিশ্রুতি আদৌ রক্ষা করা হয় কিনা, তার উত্তর দেবে সময় ৷