কুশমণ্ডি, 14 নভেম্বর : বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ? যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার কুশমণ্ডিতে। শুক্রবার ওই প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।
কুশমণ্ডিতে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার - যুগলের ঝুলন্ত দেহ
দু'জনের মধ্যে সাত-আট বছর ধরে সম্পর্ক ছিল বলে মৃতদের পরিবার সূত্রে খবর । সেই সম্পর্কের জেরে যুগল আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।
![কুশমণ্ডিতে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার couple commits suicide](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9540470-thumbnail-3x2-ssss.jpg)
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার স্বামী পেশায় নিরাপত্তাকর্মী । তাঁদেরর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে ।
কুশমণ্ডির এক মৎস্য ব্যবসায়ী সঙ্গে গত সাত বছর ধরে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । মহিলার স্বামী বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন । এরমধ্যে গতকাল শোওয়ার ঘরে ওই মহিলা ও তাঁর প্রেমিককে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় । তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা । এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য চন্দন দেবগুপ্ত বলেন, "সাত-আট বছর ধরে ওঁদের মধ্যে একটা সম্পর্ক ছিল । সেকারণে আত্মঘাতী হতে পারে ।" পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।