বালুরঘাট, 29 এপ্রিল : কোরোনা মোকাবিলায় এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন তুলে দিলেন দক্ষিণ দিনাজপুরের পুলিশকর্মীরা । আজ পুলিশ সুপার দেবর্ষি দত্তের হাতে মোট 12 লাখ 74 হাজার 135 টাকার চেক তুলে দেওয়া হয়।
দিন দিন রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । গতকাল মুখ্যসচিব জানিয়েছিলেন, রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্য়া 522 । মৃত্যু হয়েছে 22 জনের । পরিস্থিতির সামাল দিতে ইতিমধ্য়েই লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী । এই পরিস্থিতিতে একটি ত্রাণ তহবিলও তৈরি করেছেন মুখ্যমন্ত্রী । সেই তহবিলে সাধ্যমতো অর্থ সাহায্যের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে । নানা সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, পুজো কমিটি অর্থ সাহায্য করেছে এই ত্রাণ তহবিলে। এবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের তরফে পুলিশকর্মীরা একদিনের বেতন তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ।