পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায় খাবার বিলি পুজো কমিটিগুলির - corona news updates

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সৃজনী সংঘ, তপনের রাসকালী মন্দির কমিটি, চককাশি বারোয়ারি পুজো কমিটি সহ একাধিক পুজো কমিটির সদস্যরা এলাকাবাসীদের মধ্যে খাবার বিলি করলেন ।

ছবি
ছবি

By

Published : Apr 10, 2020, 7:15 PM IST

তপন, 10 এপ্রিল : লকডাউনের জেরে রোজগার বন্ধ । তাই দু'বেলা খাবার জোটানো রীতিমতো কঠিন হয়ে দাঁড়িয়েছে দিন আনা দিন খাওয়া মানুষদের পক্ষে। এই পরিস্থিতিতে এলাকার অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াল দক্ষিণ দিনাজপুরের একাধিক পুজো কমিটি । নিজেরাই চাঁদা তুলে খাবার বিলি করে ।

লকডাউনের জেরে সবথেকে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া মানুষরা। আপাতত কাজে যাওয়া বন্ধ । সরকারের তরফে রেশন সরবরাহ করা হলেও তা সর্বত্র যথাযথভাবে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে । এই পরিস্থিতিতে এগিয়ে এল দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি পুজো কমিটি । গত দু'দিন ধরে তপনের হরসুরার রামপুর-দাঁড়ালমোড় এলাকার রাসকালী মন্দিরের সদস্যরা খাবার দিচ্ছেন এলাকাবাসীদের। বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের চককাশি বারোয়ারি পুজো কমিটির পক্ষ থেকে 91 জন দুস্থ ও অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। মালঞ্চা যুগযাত্রী স্পোর্টিং ক্লাব নামে আর এক পুজো কমিটির তরফে এলাকার দরিদ্রদের মধ্যে চাল, আলু, সয়াবিন সহ অন্য সামগ্রী বিতরণ করা হয়। বালুরঘাটের সৃজনী সংঘও এলাকাবাসীর খাদ্য সামগ্রী বিলি করে ।

এবিষয়ে রাসকালী মন্দিরের সদস্য মানস বর্মণ বলেন, "লকডাউন চলছে । ফলে সমস্যায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। এই অবস্থায় সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিতে সাধ্যমতো প্রয়াস চালিয়ে যাচ্ছি । গ্রামেই সকলে মিলে রান্না করছেন। এরপর তা সর্বত্র বিতরণ করছেন। গতকাল বালুরঘাট ব্লকের ডাঙি এলাকায় 500 জনের মধ্যে খাবার তুলে দেওয়া হয়। আজ হিলির বিভিন্ন এলাকায় 700 মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। মন্দির কমিটির সদস্যরাই চাঁদা তুলে এই খাবারের ব্যবস্থা করেছেন। তবে কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেক্ষেত্রে আরও বেশি মানুষের মুখে খাবার তুলে দেওয়া সম্ভব হবে ।

ABOUT THE AUTHOR

...view details