পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাতভর বাড়িতেই পড়ে থাকল করোনা আক্রান্ত বৃদ্ধার দেহ

করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্য়ু ৷ প্রশাসনের বিরুদ্ধে দেহ নিয়ে যাওয়া নিয়ে গড়িমসির অভিযোগ ৷ বুধবার রাতে মৃত্য়ু হয় ওই বৃদ্ধার ৷ শেষমেশ সাংবাদিকদের হস্তক্ষেপে দেহ নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার দুপুরে ৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ঘটনা ৷

wb_sdin_01_covid death_WBC10013
রাতভর বাড়িতেই পড়ে থাকল করোনা আক্রান্ত বৃদ্ধার দেহ

By

Published : May 13, 2021, 6:44 PM IST

বালুরঘাট, 13 মে :করোনায় আক্রান্ত হয়ে বালুরঘাট বাসন্তী বাগান এলাকায় মৃত্যু হয় ষাটোর্ধ্ব এক বৃদ্ধার ৷ পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বুধবার রাতে মারা গেলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মৃতদেহ নিয়ে যাওয়া নিয়ে গড়িমসি করে প্রশাসন ৷ এর ফলে বুধবার রাত থেকে মায়ের মৃতদেহ আগলে বসে থাকেন ছেলে ৷ বৃহস্পতিবার দুপুরে এমনই করুণ দৃশ্য দেখা গেল বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া বাসন্তী বাগান এলাকায় ৷ সংবাদমাধ্যম বিষয়টি তুলে ধরার পর অবশেষে দুপুর দেড়টা নাগাদ মৃতদেহ নিয়ে যায় পৌরসভা কর্তৃপক্ষ ৷

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সুগার ও কিডনির সমস্যায় ভুগছিলেন ঊষারানি সূত্রধর নামে 65 বছরের ওই বৃদ্ধা ৷ বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ সম্প্রতি শ্বাসকষ্ট শুরু হলে উষারানির করোনা পরীক্ষা করানো হয় ৷ গত 8 মে তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে ৷ তারপর থেকেই তাঁর চিকিৎসা চলছিল ৷

এদিকে, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই দিন দিন অবস্থার অবনতি হচ্ছিল ওই বৃদ্ধার ৷ বুধবার রাতে বাড়িতেই মৃত্যু হয় তাঁর ৷ অভিযোগ, এরপর স্বাস্থ্য দফতর এবং পৌরসভাকে একাধিকবার ফোন করা হলেও দেহ নিতে কাউকে পাঠানো হয়নি ৷ রাতভর মায়ের মৃতদেহ আগলে বসে থাকেন ছেলে ৷

আরও পড়ুন :করোনা আক্রান্ত ছেলের মৃতদেহের সঙ্গেই ঘরবন্দি পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা

এমনকী, বৃহস্পতিবার বেলা গড়িয়ে গেলেও করোনা আক্রান্ত বৃদ্ধার দেহ বাড়িতেই পড়ে থাকে ৷ আতঙ্কের সৃষ্টি হয় এলাকায় ৷ পরে পৌরসভার প্রতিনিধিরা এসে দেহ নিয়ে যান ৷

ABOUT THE AUTHOR

...view details