বালুরঘাট, 13 মে :করোনায় আক্রান্ত হয়ে বালুরঘাট বাসন্তী বাগান এলাকায় মৃত্যু হয় ষাটোর্ধ্ব এক বৃদ্ধার ৷ পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বুধবার রাতে মারা গেলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মৃতদেহ নিয়ে যাওয়া নিয়ে গড়িমসি করে প্রশাসন ৷ এর ফলে বুধবার রাত থেকে মায়ের মৃতদেহ আগলে বসে থাকেন ছেলে ৷ বৃহস্পতিবার দুপুরে এমনই করুণ দৃশ্য দেখা গেল বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া বাসন্তী বাগান এলাকায় ৷ সংবাদমাধ্যম বিষয়টি তুলে ধরার পর অবশেষে দুপুর দেড়টা নাগাদ মৃতদেহ নিয়ে যায় পৌরসভা কর্তৃপক্ষ ৷
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সুগার ও কিডনির সমস্যায় ভুগছিলেন ঊষারানি সূত্রধর নামে 65 বছরের ওই বৃদ্ধা ৷ বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ সম্প্রতি শ্বাসকষ্ট শুরু হলে উষারানির করোনা পরীক্ষা করানো হয় ৷ গত 8 মে তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে ৷ তারপর থেকেই তাঁর চিকিৎসা চলছিল ৷