পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট, ধৃত বালুরঘাটের ব্যবসায়ী - social media

কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করে গ্রেপ্তার হল বালুরঘাটের এক ব্য়াবসায়ী ৷ ফেসবুকে ওই ব্যবসায়ী পোস্ট করে, গঙ্গারামপুর হাসপাতালে 2 জন কোরোনা আক্রান্ত রোগী ভরতি রয়েছে।

Balurghat thana
বালুরঘাট থানা

By

Published : Apr 6, 2020, 10:49 AM IST

বালুরঘাট, 6 এপ্রিল: কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করে গ্রেপ্তার হল বালুরঘাটের এক ব্যাবসায়ী। ধৃত ব্যবসায়ীর নাম সাগর কুণ্ডু। বাড়ি বালুরঘাটের ডাকবাংলোপাড়া এলাকায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

গতকাল দুপুরে ফেসবুকে ওই ব্যবসায়ী পোস্ট করে, গঙ্গারামপুর হাসপাতালে দু'জন কোরোনা আক্রান্ত রোগী ভরতি রয়েছেন। সংবাদমাধ্যম থেকেই এই তথ্য সে পেয়েছে বলে দাবি করে। যদিও গঙ্গারামপুর হাসপাতালে এমন কোনও খবর নেই বলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়। এদিকে এমন ভুয়ো পোস্ট ফেসবুকে করতেই তা ভাইরাল হয়ে যায়। মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। কোরোনা নিয়ে ফেসবুকে ভুয়ো পোস্টের বিষয়টি জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের নজরে আসে। এরপরই বালুরঘাট শহরের বাসিন্দা ওই ব্যবসায়ীকে গতকাল পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিকে ধৃতের বিরুদ্ধে IT ও বিপর্যয় মোকাবিলা ধারায় মামলা দায়ের করেছে বালুরঘাট থানার পুলিশ।

এবিষয়ে DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র জানান, ‘‘শহরের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সচেষ্ট রয়েছে। সোশাল মিডিয়ায় গুজব ছড়াবার অভিযোগ পেয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।’’

ABOUT THE AUTHOR

...view details