পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরের ভোটার তালিকায় বাদ জীবিতরা ! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির - Election

Voter Card in Balurghat: একজনের স্ত্রীর মৃত্যু হয়েছে এবং আরেকজনের শাশুড়ির ৷ এদিকে মৃতদের নাম বাদ পড়ার বদলে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে জীবিতদের নাম ৷ প্রশাসনের দুয়ারে ঘোরাঘুরি করেও নতুন ভোটার তালিকায় নাম ওঠেনি দু'জনের ৷

ETV Bharat
বালুরঘাটে ভোটার তালিকা থেকে দু'জনের নাম বাদ পড়েছে

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 7:12 PM IST

বালুরঘাটে জীবিত ব্যক্তির নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে

বালুরঘাট, 29 ডিসেম্বর: জীবিত ব্যক্তির নাম নেই ভোটার তালিকায় ৷ এমন ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রামপঞ্চায়েতের জনতি গ্রামে ৷ মনে করা হচ্ছে, তাঁদের মৃত বলে অনুমান করেই নাম বাদ দেওয়া হয়েছে ৷ তাই নতুন ভোটার তালিকায় তাঁদের নাম নেই ৷ প্রশাসনের দুয়ারে অনেক দরবার করেও মেলেনি ভোট দেওয়ার অধিকার ৷ তাঁদের অভিযোগ, বিরোধী বিজেপিকে সমর্থন করায় তৃণমূলের চক্রান্তে ভোটার তালিকা থেকে তাঁদের নাম কাটা হয়েছে ৷

বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের জনতি গ্রামের বাসিন্দা শম্ভুচন্দ্র দাস এবং মলিনা সরকার 17 নম্বর নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের 128 নম্বর বুথের ভোটার ৷ তাঁদের অভিযোগ, পুরনো ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে ৷ রয়েছে ভোটার কার্ডও ৷ নতুন ভোটার তালিকায় তাঁদের নাম নেই ৷ অভিযোগ, মৃত হিসেবে চিহ্নিত করেই বাদ দিয়ে দেওয়া হয়েছে দু'জনের নাম ৷

শম্ভুচন্দ্র দাস বলেন, "আমার স্ত্রীর মৃত্যু হয়েছে ৷ এদিকে স্ত্রীর নাম বাদ দিতে গিয়ে আমারই নাম কেটে দেওয়া হয়েছে ৷"

তিনি আরও জানান, বিডিও অফিস থেকে তাঁকে অঞ্চলের অফিসে যেতে বলা হয় ৷ সেখানে গিয়ে প্রয়োজনীয় কাগজ জমা দিয়েছেন ৷ তারপরও তিনি নতুন কার্ড হাতে পাননি ৷

আরেকদিকে মলিনা সরকারেরও একই অবস্থা ৷ তাঁর শাশুড়ির মৃত্যু হয়েছে ৷ কিন্তু ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে ৷

তিনি বলেন, "বিজেপি পার্টি করি বলে নাম কাটা গিয়েছে ৷ ভোটার তালিকায় শাশুড়ি বেঁচে আছে আর বৌয়ের মৃত্যু হয়েছে ৷ বিডিও অফিস, অঞ্চলের অফিসে গিয়েছি ৷ কিন্তু কোনও কাজ হয়নি ৷"

বালুরঘাটের বিডিও সম্বল ঝাঁ বলেন, "আমার কাছে এমন কোনও অভিযোগ আসেনি ৷ এলে নিশ্চয়ই তা খতিয়ে দেখা হবে ৷" তৃণমূল জেলা সহ-সভাপতি সুভাষ চাকী বলেন, "তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ৷ সারা বছর ভোটার তালিকার কাজ হয় ৷ ভুলবশত নাম বাদ পড়েছে ৷ এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷ কারণ তৃণমূল ভোটার তালিকা তৈরি করে না ৷ করে নির্বাচন কমিশন ৷"

অন্যদিকে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি প্রবীর মণ্ডলের অভিযোগ, "বিজেপিকে সমর্থন করে বলেই অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. ভোটার প্রোফাইলিং নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের
  2. ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম ঢোকানো হচ্ছে, নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির
  3. ভোটার তালিকা সংশোধনের কাজ করানো হচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে, কমিশনে নালিশ বিজেপির

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details