বালুরঘাট, 28 জুন : করোনা সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে চলছে কড়া বিধিনিষেধ ৷ সংক্রমিত এলাকাগুলিকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ভাগ করেছে রাজ্য সরকার । প্রয়োজন হলে মাইক্রো কনটেনমেন্ট জ়োন করে কড়া হাতে করোনা মোকাবিলায় পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেইমতো রবিবার বালুরঘাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । এর আগে গঙ্গারামপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডকে কনটেনমেন্ট জ়োন করা হয়েছিল ৷
পাশাপাশি, এদিন বালুরঘাট ব্লকের ডাঙা অঞ্চল-সহ তপন ব্লকের তপন, চণ্ডিপুর, রামপাড়া, চাঁচড়া, হজরতপুর ও গুরাইল এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন ৷ কয়েকদিন আগে গঙ্গারামপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের ডাঙাপাড়া ও স্কুলপাড়া এই দুটি এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ।