বালুরঘাট, 16 জুন : বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতি বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন কুমার মুস্তাফি জটিল অস্ত্রোপচার করে 'কনজয়েন্ট টুইন' বেবি-র প্রসব ঘটিয়ে তাক লাগালেন । অস্ত্রোপচারের পর সুস্থ মা ও জয়েন্ট টুইন বেবি (Conjoined Twins Baby was Born at Balurghat)।
দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা গৌরী প্রসাদ দাস মণ্ডলের স্ত্রী জয়া দাস মণ্ডল প্রসব যন্ত্রণা নিয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন । সেখানে চিকিৎসক রঞ্জন কুমার মুস্তাফি পরীক্ষা করে দেখেন যে জয়া দাস মণ্ডলের পেটে যমজ সন্তান রয়েছে ৷ তাদের প্রসব করাতে গিয়ে ডাক্তারবাবু দেখেন ওই জমজ বেবি দুটি 'কনজয়েন্ট টুইন'। এই অবস্থায় বাচ্চাদের প্রসব করানো জটিল এবং বিরলও বটে । মূলত এই ধরনের প্রসব মেডিক্যাল হাসপাতালেই হয়ে থাকে । সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হওয়ায় সুপার স্পেশালিটি হাসপাতালের সুযোগকে কাজে লাগিয়ে বালুরঘাট শহরের মতো প্রত্যন্ত এলাকায় এই ধরনের প্রসব করিয়ে তাক লাগালেন ডাক্তারবাবু । মা ও দুই সদ্যজাত ভাল আছে বলে চিকিৎসক জানিয়েছেন।