বালুরঘাট, ৩ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সরকারের নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে এবং আন্দোলনরত কৃষকদের সমর্থনে অবস্থান সত্যাগ্রহ কংগ্রেসের। বুধবার বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের দপ্তরের সামনে এই কর্মসূচির আয়োজন করে তারা৷ নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য গোপাল দেব৷
সত্যাগ্রহে বসার আগে আন্দোলনরত কৃষকদের স্মৃতিতে তৈরি শহিদ বেদিতে মাল্যদান এবং তাঁদের স্মরণ করে এক মিনিট নীরবতাও পালন করেন কংগ্রেসের নেতা ও কর্মীরা।