বংশীহারী, 6 সেপ্টেম্বর : জনসংযোগের অভাব ৷ আর তাই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রতি ঝোঁক কম পড়ুয়াদের ৷ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর এবং গঙ্গারামপুর পৌরসভায় দুয়ারে সরকার ক্যাম্পে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সেভাবে কোনও আবেদন জমা পড়েনি ৷ এখনও পর্যন্ত বুনিয়াদপুর পৌরসভায় মাত্র 7 জন এবং গঙ্গারামপুর পৌরসভা তিনজন পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছেন ৷ পাশাপাশি অনেক পড়ুয়াই ক্যাম্পে গিয়ে নথিপত্রের জটিলতার কারণে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ ৷ রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পেতে মোট বারো রকমের নথি নিয়ে যেতে হচ্ছে পড়ুয়াদের ৷ তবেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে এর জন্য ফর্ম দেওয়া হচ্ছে ৷ অভিযোগ উঠেছে, করোনার জেরে রাজ্যের সব স্কুল ও কলেজ বন্ধ রয়েছে ৷ ফলে প্রয়োজনীয় নথি পড়ুয়ারা সংগ্রহ করতে পারছে না ৷ যার জেরে সরকারি এই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন ৷
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভায় প্রথম ও দ্বিতীয় দফার দুয়ারে সরকারের ক্যাম্প বহু আগেই শেষ হয়ে গিয়েছে ৷ রবিবার থেকে শুরু হয়েছে তৃতীয় দফার ক্যাম্প ৷ সোমবার ছিল তার দ্বিতীয় দিন ৷ এই পরিস্থিতিতে বংশীহারী হাটপুকুর এফ পি স্কুলে এখনও পর্যন্ত 7 জনের নাম নথিভুক্ত হয়েছে ৷ অন্যদিকে, গঙ্গারামপুর পৌরসভা এলাকায় শুধুমাত্র তিনজন ছাত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য নাম নথিভুক্ত করেছে ৷ যেখানে পৌর এলাকায় চারটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ ও একটি বিএড কলেজ রয়েছে ৷
আরও পড়ুন : PAC Issue : বিধানসভার কাজে হস্তক্ষেপ বরদাস্ত নয়, পিএসি নিয়ে রাজ্যপালের চিঠির জবাব বিমানের
তাছাড়াও পৌর এলাকার কাছে একটি ডি এড কলেজ ও একটি ম্যানেজমেন্ট কলেজ রয়েছে ৷ পাশাপাশি বংশীহারী ব্লকের অধীন চারটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট 9 জন পড়ুয়া এই প্রকল্পের জন্য ফর্ম জমা দিয়েছে বলে জানা গিয়েছে ৷ এ বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিলচন্দ্র বর্মন বলেন, ‘‘উচ্চশিক্ষার জন্য যেসব ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছেন, তাঁদের সেই শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি’র নথির ফটোকপি প্রয়োজন ৷ সেইমতো ফর্ম দেওয়া হবে এবং সেটি জমা দিলে সরকার থেকে সেই সব নথি যাচাই করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে ৷ আর সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকলেই লোন দেওয়ার ব্যাপারে ব্যাঙ্ক সিদ্ধান্ত নেবে ৷’’ তিনি আরও জানিয়েছেন, স্কুল কলেজ বন্ধ থাকার কারণেই ছাত্র-ছাত্রীদের বেশি অসুবিধা হচ্ছে ৷