পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুই প্রধানের বিবাদে গঙ্গারামপুরে থমকে নাগরিক পরিষেবা - gangarampur municipality

গঙ্গারামপুর পৌরসভার উপ-পৌরপ্রধানকে অপসারণের পর থেকে থমকে নাগরিক পরিষেবা ।

গঙ্গারামপুর পৌরসভা

By

Published : Jul 10, 2019, 3:36 PM IST

গঙ্গারামপুর, 10 জুলাই: গঙ্গারামপুর পৌরসভার উপ-পৌরপ্রধানকে অপসারণের পর থেকে থমকে নাগরিক পরিষেবা । পুর আইন অনুযায়ী, দিন কয়েক আগেই ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকারকে অপসারণ করেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র ।

এলাকাবাসীর অভিযোগ, তাঁদের নাগরিক পরিষেবা দেওয়ার কাজে গড়িমসি করতেন ভাইস চেয়ারম্যান । কিন্তু এখন পৌরসভায় ভাইস চেয়ারম্যান না-থাকার কারণে কোনও কাজ হচ্ছে না । জনৈক মহিলা জানান, '' লেবার কার্ড করাতে ভাইস চেয়ারম্যানের সই প্রয়োজন । কিন্তু অনেকক্ষণ ধরে বসে থেকেও কাজ হল না ।'' তাঁর মতো সকলেরই প্রশ্ন '' সমস্যার সমাধান হবে কবে? ''

গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, "গত বৃহস্পতিবার সরকারি নিয়ম মেনে পুর-আইন অনুযায়ী আমি ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকারকে অপসারণ করে লিখিত চিঠি পাঠিয়েছি । গত কয়েকদিন ধরেই ভাইস চেয়ারম্যান পৌরসভায় অচলাবস্থা তৈরি করে রেখেছেন । এর ফলে এলাকাবাসীর উন্নয়নের কাজে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন কাজের জন্য যাঁরা ভাইস চেয়ারম্যানের কাছে আসতেন, তাঁদের সঙ্গেও উনি খারাপ ব্যবহার করতেন বলে অভিযোগ । এলাকার মানুষ ওঁর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতেন । ভাইস চেয়ারম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়ায় খুশি পুরবাসী ।"

গত 25 জুন দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয় । পাশাপাশি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ভাইস চেয়ারম্যান সহ 9 জন কাউন্সিলর । এরই মধ্যে পৌরসভার রাশ নিজের হাতে রাখতে ভাইস চেয়ারম্যানকে তাঁর দায়িত্ব থেকে অপসারণ করেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র । দুই দায়িত্বপ্রাপ্ত পৌর প্রতিনিধির বিবাদে থমকে রয়েছে পৌরসভার কাজ ।

ABOUT THE AUTHOR

...view details