কুশমন্ডি, 18 অগাস্ট : নিম্নমানের কাজের অভিযোগ উঠল এক নির্মানকারী সংস্থার বিরুদ্ধে ৷ জানা গেছে ওই সংস্থা জেলা পরিষদের থেকে টেন্ডার পেয়েছিল ৷
নিম্নমানের জিনিস দিয়ে কাজের অভিযোগ - নিম্নমানের জিনিস দিয়ে কাজের অভিযোগ
কুশমন্ডির মানকর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিম্নমানের জিনিস দিয়ে কাজ করার অভিযোগ উঠল জেলা পরিষদের টেন্ডার প্রাপ্ত এক নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে ৷
কুশমন্ডিতে রয়েছে মানকর হাইস্কুল ৷ সেখানে তৈরি করা হচ্ছে নতুন ঘর ৷ গ্রামবাসীদের একাংশের অভিযোগ, কাজ শুরুর প্রথম দিন থেকেই নিম্নমানের মানের জিনিস ব্যবহার করছে ওই সংস্থা ৷ এলাকাবাসী একাধিকবার অভিযোগ করলেও ওই সংস্থা অত্যন্ত খারাপ মানের ইট, লোহার রড দিয়ে কাজ করছে ৷
এই বিষয়ে স্কুলপরিচালন সমিতির সভাপতি জালালদ্দিন আহমেদ বলেন, " ওই নির্মাণকারী সংস্থা সিডিল অনুযায়ী কাজ করছেন না ৷ আমি বলার পর ওরা আমায় হুমকি দেয় ৷ এখন আপাতত কাজ বন্ধ রয়েছে ৷ আমরা লোকাল কমিটির সঙ্গে আলোচনা করব ৷" মানকর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিচরণ সাহা বলেন, " আমরা অভিযোগ পেয়েছি ৷ সিডিল অনুযায়ী কাজ হবে ৷ এখন কাজ বন্ধ আছে ৷ উদ্ধর্তন কর্তৃপক্ষ বিষয়টি দেখছে ৷"