বালুরঘাট, 6 নভেম্বর: ঘুড়ি কিনে দেওয়ার নাম করে আট বছরের শিশুকে অপহরণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বালুরঘাট পৌরসভা এলাকার এ কে গোপালন কলোনি এলাকায় (Complaint of Child Kidnaping) ।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে যায় দীপ হালদার নামের আট বছরের এই শিশু । শনিবার বিকেলে প্রতিবেশী এক যুবক ঘুড়ি কিনে দেয় এবং সেটা নিয়ে খেলতে যায় পাশের একটি মাঠে । সন্ধ্যা পেরিয়ে রাত্রি নামলেও বাড়ি ফেরেনি দীপ হালদার ৷ এরপরই খোঁজাখুঁজি শুরু করে তার আত্মীয়-স্বজনরা । কিন্তু তার কোনও খোঁজ পাওয়া যায়নি ।
শিশুকে অপহরণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে আরও পড়ুন:স্ত্রীকে 'অপহরণে'র অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দমদম থানায় অভিযোগ প্রতিবেশীদের
দীপ হালদারের দিদিমা দীপ্তি মোহন্তর অভিযোগ, স্থানীয় মানস সিং নামের এক যুবক গতকাল ঘুড়ি কিনে দেওয়ার নাম করে তাকে ডেকে নিয়ে যায় । তারপর থেকেই তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি । বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এই ঘটনায় ।
এলাকাবাসীর দাবি, খুঁজে বার করা হোক অপহৃত শিশুকে । অন্যদিকে, অভিযুক্ত যুবক মানস সিংহের বাড়ির লোকজন পলাতক, জনশূন্য হয়ে রয়েছে বাড়ি ।