পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরের 7টি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

পুজো প্যান্ডেলগুলি দর্শনের সময় সাধারণ মানুষ যাতে মাস্ক পরে থাকেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন, তার উপর জোর দেন মুখ্যমন্ত্রী ।

Mamata Banerjee inaugurates Durga Puja virtually
দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Oct 15, 2020, 6:46 AM IST

গঙ্গারামপুর, 15 অক্টোবর : ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বালুরঘাটের হিলি এবং গঙ্গারামপুরসহ মোট সাতটি দুর্গাপুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার বিকেলে নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে গঙ্গারামপুরসহ একাধিক মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।

অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন পুলিশ সুপার থেকে শুরু করে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকসহ অন্য প্রশাসনিক আধিকারিকরা । কোরোনা আবহের মাঝে দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি বিভিন্ন জেলাতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নবান্ন থেকে সরাসরি দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মোট 69টি দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি । ক্লাব প্রাঙ্গণে ঢাক বাজিয়ে, মহিলারা প্রদীপ জ্বালিয়ে তৈরি ছিলেন। পুজোর দিনগুলিতে সাধারণ মানুষ যেন সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে মণ্ডপে প্রবেশ করেন সেই বার্তা দেন মুখ্যমন্ত্রী ।

এই বিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল জানান, “নবান্ন থেকে মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করার পরেই আমরা ফিতে কেটে ফেলি । সাধারণ মানুষকে বলতে চাই, দুর্গাপুজোর কয়েকটা দিন মাস্ক পরে দুর্গা মণ্ডপে প্রবেশ করুন এবং সেই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখুন ।” একই বক্তব্য গঙ্গারামপুর মহাকুমার অতিরিক্ত পুলিশ আধিকারিক ওয়াং ডেন ভুটিয়ার ।

ABOUT THE AUTHOR

...view details