কুশমণ্ডি, 9 মার্চ: ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ছাত্রীর দেহ উদ্ধার (class eleven girl student Body recovered) ৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কুশমণ্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের কাঠাল হাট এলাকায় । মৃত ছাত্রীর বয়স 18 বছর ৷ একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন । পরিবারের অনুমান, ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে । ঘটনার খবর পেয়ে ছুটে আসে কুশমণ্ডি থানার পুলিশ । পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় । ওই ছাত্রী আত্মহত্যা করেছে, না খুন হয়েছে সেই বিষয়ে ময়নাতদন্তের পরেই সমস্ত কিছু উঠে আসবে বলে পুলিশ জানিয়েছে । সমস্ত ঘটনা তদন্ত করছে কুশমণ্ডি থানার পুলিশ ।
সূত্রের খবর, এদিন সকালে নিজের বিছানায় উপুড় হয়ে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায় ওই ছাত্রীকে । মৃতের চোখে, মুখে রক্তের ছোপ দেখতে পাওয়া যাওয়ায় পরিবারের লোকেরা খুনের অভিযোগ তুলেছে । এদিকে মৃত্যুর খবর পেয়ে কুশমণ্ডি থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসে । পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । মৃত্যু সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । তবে খুন, না আত্মহত্যা সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে ।