পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিটফান্ডের টাকা দ্রুত ফেরতের দাবিতে হিলি রোড অবরোধ - অল বেঙ্গল চিটফান্ড ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন

তাঁদের দাবি, দ্রুত মামলার নিষ্পত্তি করে প্রতারিতদের টাকা ফেরত দিতে হবে ৷ দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এজ়েন্টরা ৷ প্রসঙ্গত, সারদা, রোজভ্য়ালি সহ একাধিক চিটফান্ড সংস্থায় বহু মানুষ এমনকি এজ়েন্টরাও তাদের সঞ্চয় জমা রেখেছিল ৷

chit-fund-againts-block-the-road-for-demanding-of-their-money
চিট ফান্ডের টাকা দ্রুত ফেরতের দাবিতে বালুরঘাটে হিলিরোড অবরোধ এজেন্টদের

By

Published : Nov 19, 2020, 3:44 PM IST

বালুরঘাট, 19 নভেম্বর : চিটফান্ডে প্রতারিতদের টাকা দ্রুত ফেরানোর দাবিতে পথ অবরোধ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হিলি মোড়ে ৷ চিটফান্ডে যেসব এজ়েন্টদের মাধ্য়মে টাকা তুলেছিল সংস্থাগুলি, সেই এজ়েন্টরাই এবার পথ অবরোধে নামেন ৷ যার নেতৃত্ব দেয় দক্ষিণ দিনাজপুরের অল বেঙ্গল চিটফান্ড ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশনের সদস্য়রা ৷

তাঁদের দাবি, দ্রুত মামলার নিষ্পত্তি করে প্রতারিতদের টাকা ফেরত দিতে হবে ৷ দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এজ়েন্টরা ৷ প্রসঙ্গত, সারদা, রোজভ্য়ালি সহ একাধিক চিটফান্ড সংস্থায় বহু মানুষ এমনকি এজ়েন্টরাও তাদের সঞ্চয় জমা রেখেছিল ৷ আদালতের তরফে গঠন করা কমিটির কাছে বারবার আবেদন করেও সেই টাকা আমানতকারীরা ফেরত পাননি বলে অভিযোগ উঠেছে ৷ সেই টাকা ফেরতের দাবিতেই অল বেঙ্গল চিটফান্ড ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুরের প্রায় শতাধিক মানুষ টাকা ফেরতের দাবিতে অবরোধ করেন ৷

এ বিষয়ে সংস্থার দক্ষিণ দিনাজপুরের যুগ্ম সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস বলেন, চিটফান্ড সংস্থাগুলির কাছে গরীব মানুষের যে অর্থ গচ্ছিত রেখেছিলেন, তা অবিলম্বে ফেরত পাঠাতে হবে ৷ এ নিয়ে রাজ্য় ও কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই অবরোধ বলে জানান তিনি ৷ বিক্ষোভ ও অবরোধ নিয়ে বালুরঘাট থানার তরফে জানানো হয়, পথ অবরোধ হয়েছিল ৷ তবে, পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তারপরেই যান চলাচল স্বাভাবিক হয়ে যায় ৷

ABOUT THE AUTHOR

...view details