পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Balurghat Child Murder: রণক্ষেত্র বালুরঘাট! শিশুকে ঘুড়ি কিনে দেবে বলে ডেকে নিয়ে গিয়ে 'খুন' প্রতিবেশীর - অপহারিত বাচ্চার মৃতদেহ

বাড়ির পাশে খাঁড়িতে বস্তাবন্ধ অবস্থায় উদ্ধার হল দীপ হালদার নামের আট বছরের শিশুর মৃতদেহ। বালুরঘাট শহরের পায়েল ব্রিজের পাশে খাঁড়িতে পুঁতে ফেলা হয়েছিল ওই অপহারিত বাচ্চার মৃতদেহ (Child Murder by Neighbor)। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ (Balurghat Child Murder) ৷

Balurghat Child Murder
আট বছরের শিশুকে ঘুড়ি কিনে দেবে বলে ডেকে নিয়ে গিয়ে খুন প্রতিবেশী যুবকের

By

Published : Nov 7, 2022, 7:24 AM IST

Updated : Nov 7, 2022, 10:52 AM IST

বালুরঘাট, 7 নভেম্বর:উত্তপ্ত পরিস্থিতি বালুরঘাটের একে গোপালন কলোনি এলাকায়। রাতভর নিখোঁজ থাকার পর বস্তা বন্ধ অবস্থায় উদ্ধার হল অপহারিত শিশুর মৃতদেহ । ঘটনার পর থেকে কান্নায় ভেঙ্গে পড়ে শিশুটির পরিবার। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত এলাকাবাসী ভাঙচুর চালায় অভিযুক্তের বাড়িতে। আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িতে উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়েন। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত-সহ তার পরিবারকে গ্রেফতার করেছে (Child Murder by Neighbor) ৷

পরিবারের দাবি, ঘুড়ি কিনে দেওয়ার নাম করে বাড়ি থেকে আট বছরের ওই শিশুকে ডেকে নিয়ে যায় এক প্রতিবেশী যুবক। তাকে ওই যুবক ঘুড়ি কিনে দেওয়ার পর দীপ সেটা নিয়ে খেলতে যায় পাশের একটি মাঠে। কিন্তু তারপর কী ঘটেছে তা কারোরই জানা নেই ৷ এরপর দীর্ঘ সময় পার হলে শিশুটি বাড়ি না ফেরায় দীপ হালদারের খোঁজে যখন তার পরিবারের সদস্যরা অভিযুক্ত যুবকের বাড়িতে যায়, তখন তাঁদের জানিয়ে দেওয়া হয় দীপ সে বাড়িতে নেই। কিন্তু ঘটনার ঠিক কিছুক্ষণ পর এলাকায় থাকা একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ (CCTV Footage) থেকে উঠে আসে একেবারে অন্য চিত্র।

বাড়ির পাশে খাঁড়িতে বস্তাবন্ধ অবস্থায় উদ্ধার হল দীপ হালদার নামের আট বছরের শিশুর মৃতদেহ

ওই ফুটেজে উঠে আসে অভিযুক্ত মানস সিংহের বোন রাতে বাচ্চাটিকে সঙ্গে করে নিয়ে নিজেদের বাড়ির দিকে চলে যাচ্ছে। এরপর বস্তাবন্দী অবস্থায় এলাকার এক খাঁড়ি থেকে উদ্ধার হয় ওই অপহারিত শিশুর মৃতদেহ। সেখানেই সন্দেহ শিশুটিকে খুন করেছে ওই যুবক । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত এলাকাবাসী ভাংচুর চালায় অভিযুক্তের বাড়িতে। আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িতে ৷ অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ৷ বালুরঘাট ব্লকের রাজুয়া থেকে অভিযুক্ত-সহ তার পরিবারকে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ (Balurghat Police) ৷

আরও পড়ুন:মাত্র সাড়ে চারশো টাকার জন্য যুবককে পিটিয়ে খুন কলকাতায়

Last Updated : Nov 7, 2022, 10:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details