পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে এক রাতে 3 নাবালিকার বিয়ে রুখল চাইল্ড লাইন - নাবালাকার বিয়ে রুখল প্রশাসন

বুধবার  গোপন সূত্রে চাইল্ড লাইনের কাছে খবর আসে দক্ষিণ দিনাজপুরের তিনটি ব্লকে নাবালিকার বিয়ে দিচ্ছে তাদের পরিবার । খবর পেয়েই গতকাল পুলিশ প্রশাসনের সাহায্যে তিনটি জায়গায় হানা দেয় চাইল্ড লাইন ।

Child Line
নাবালিকার বিয়ে রুখল চাইল্ড লাইন

By

Published : Dec 12, 2019, 11:09 PM IST

বালুরঘাট, 12 ডিসেম্বর: তিন নাবালিকার বিয়ে রুখল চাইল্ড লাইন । গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার রাতে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় বালুরঘাট, হিলি ও গঙ্গারামপুরের তিনটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে তিন নাবালিকার বিয়ে বন্ধ করল চাইল্ড লাইন । এদিন পরিবারের পক্ষ থেকে 18 বছর আগে নাবালিকাদের বিয়ে দেবে না বলে চাইল্ড লাইন কর্তৃপক্ষকে মুচলেকা দেওয়া হয়েছে । অন্যদিকে 18 বছরের আগে যাতে ওই নাবালিকাদের বিয়ে না দেওয়া হয় সেই জন্য তাঁদের উপর বিশেষ নজর রাখবে চাইল্ড লাইন ।

বুধবার গোপন সূত্রে চাইল্ড লাইনের কাছে খবর আসে দক্ষিণ দিনাজপুরের তিনটি ব্লকে নাবালিকার বিয়ে দিচ্ছে তাদের পরিবার । খবর পেয়েই গতকাল পুলিশ প্রশাসনের সাহায্যে তিনটি জায়গায় হানা দেয় চাইল্ড লাইন । বালুরঘাট ব্লকের শরণগ্রাম, হিলি ব্লকের জগদীশপুর ও গঙ্গারামপুরে মল্লিকপুর এলাকায় হানা দেয় তারা । তিনটি জায়গায় হানা দিয়ে তিন নাবালিকার বিয়ে রুখতে সক্ষম হয় চাইল্ড লাইন । সেই সঙ্গে ওই তিন নাবালিকার পরিবারের থেকে মুচলেকা নেয় চাইল্ড লাইন । 18 বছর আগে কোনও ভাবে ওই নাবালিকাদের বিয়ে দেওয়া হবে না বলে মুচলেকা দেয় পরিবার ।

চাইল্ড লাইনের সদস্য রিতা মাহাত জানান, " গোপন সূত্রে খবর পেয়ে বুধবার তিনটি নাবালিকার বিয়ে বন্ধ করে চাইল্ড লাইন । এছাড়াও চলতি বছরে এখন পর্যন্ত 10টির বেশি নাবালিকার বিয়ে রুখতে সক্ষম হয়েছি আমরা ।"

ABOUT THE AUTHOR

...view details