কলকাতা, ২৩ মার্চ : কুশমণ্ডিতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় জেলা ইলেকট্রোরাল অফিসার দীপাপ প্রিয়া পির কাছ থেকে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রাজনৈতিক কারণে এই মৃত্যু কি না তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
আজ সকালে কুশমণ্ডিথানার মালিগাওএলাকায়এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয়। নাম হরিহরদাস (৫০)। বাড়িপাঁচহাটা এলাকায়। মৃতদেহের পাশে একটি রক্তমাখা বাঁশ পড়েছিল। তা থেকে স্থানীয়দের অনুমান, হরিহরকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থানে আসে কুশমণ্ডি থানার পুলিশ।