পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয় : চন্দ্রিমা - বালুরঘাটে দলের মহিলা কর্মী সম্মেলন

বালুরঘাটে CAA ও NRC বিরোধিতায় সরব রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বলেন, "CAA ও NRC নিয়ে BJP মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । আইন করলেই হয় না, প্রয়োজনে আইন বাতিল করতে হয় ।"

chandrima-bhattacharya-at-balurghat
চন্দ্রিমা ভট্টাচার্য

By

Published : Feb 5, 2020, 10:58 AM IST

বালুরঘাট, 5 ফেব্রুয়ারি : সংশোধিত নাগরিকত্ব আইন কোনওভাবেই মানবে না তৃণমূল । বালুরঘাটে দলের মহিলা কর্মী সম্মেলনের মঞ্চ থেকে দলের তরফে বার্তা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, "CAA মানবে না তৃণমূল ৷ আইন করলেই হয় না, প্রয়োজনে আইন বাতিল করতে হয় । মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয় । "

মঙ্গলবার বালুরঘাটে জেলার মহিলা কর্মী সম্মেলনে যোগ দেন মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বলেন, " CAA ও NRC নিয়ে BJP মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । কে নাগরিক হবে আর কে হবে না, তা নিয়ে বিভ্রান্ত সকলেই ।" মনে করিয়ে দেন, CAA ও NRC বিরুদ্ধে কীভাবে বার বার সরব হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । পৌরসভা ভোটের আগেভাগে দলের মহিলা কর্মী সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে বলেন, "কন্যাশ্রী থেকে রূপশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য নানা প্রকল্প করেছেন । কন্যাশ্রীকে রাষ্ট্রসংঘ মর্যাদা দিয়েছে । স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি এক করে দিয়েছেন ।"

CAA, NRC বিরোধিতায় দলের মহিলা কর্মীদের সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে বলেন চন্দ্রিমা ভট্টাচার্য । বলেন, "কাউকেই বের করে দেওয়া হবে না, সাধারণ মানুষকে বোঝাতে হবে । " দাবি করেন, "আগামী পৌরসভা নির্বাচনে বালুরঘাট ও গঙ্গারামপুরে তৃণমূল জিতবে । বিধানসভায় জেলার সব আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী পদে বসবেন ৷ " পাশাপাশি কোরোনা ভাইরাস নিয়ে রাজ্যে সব রকম সর্তকতা অবলম্বন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

বালুরঘাটে দলের মহিলা কর্মী সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য
মঙ্গলবার তৃণমূলের মহিলা কর্মী সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মালা সাহা, তৃণমূলের জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, তৃণমূল নেত্রী মাহমুদা বেগম, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ অন্যান্য নেতৃত্ব । মূলত আসন্ন বালুরঘাট-গঙ্গারামপুর পৌরসভা নির্বাচনের আগে মহিলা তৃণমূলকে শক্তিশালী করতেই এদিনের সম্মেলন । বালুরঘাটের মঞ্চ থেকে দুই জেলা নেত্রীর নতুন দলীয় পদের কথাও ঘোষণা করা হয় । প্রাক্তন জেলা সভানেত্রী মাহমুদা বেগমকে মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি এবং মিঠু জোয়ারদারকে জেলা সভানেত্রী ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টামার্য ।

ABOUT THE AUTHOR

...view details