মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয় : চন্দ্রিমা - বালুরঘাটে দলের মহিলা কর্মী সম্মেলন
বালুরঘাটে CAA ও NRC বিরোধিতায় সরব রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বলেন, "CAA ও NRC নিয়ে BJP মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । আইন করলেই হয় না, প্রয়োজনে আইন বাতিল করতে হয় ।"
বালুরঘাট, 5 ফেব্রুয়ারি : সংশোধিত নাগরিকত্ব আইন কোনওভাবেই মানবে না তৃণমূল । বালুরঘাটে দলের মহিলা কর্মী সম্মেলনের মঞ্চ থেকে দলের তরফে বার্তা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, "CAA মানবে না তৃণমূল ৷ আইন করলেই হয় না, প্রয়োজনে আইন বাতিল করতে হয় । মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয় । "
মঙ্গলবার বালুরঘাটে জেলার মহিলা কর্মী সম্মেলনে যোগ দেন মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বলেন, " CAA ও NRC নিয়ে BJP মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । কে নাগরিক হবে আর কে হবে না, তা নিয়ে বিভ্রান্ত সকলেই ।" মনে করিয়ে দেন, CAA ও NRC বিরুদ্ধে কীভাবে বার বার সরব হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । পৌরসভা ভোটের আগেভাগে দলের মহিলা কর্মী সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে বলেন, "কন্যাশ্রী থেকে রূপশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য নানা প্রকল্প করেছেন । কন্যাশ্রীকে রাষ্ট্রসংঘ মর্যাদা দিয়েছে । স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি এক করে দিয়েছেন ।"
CAA, NRC বিরোধিতায় দলের মহিলা কর্মীদের সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে বলেন চন্দ্রিমা ভট্টাচার্য । বলেন, "কাউকেই বের করে দেওয়া হবে না, সাধারণ মানুষকে বোঝাতে হবে । " দাবি করেন, "আগামী পৌরসভা নির্বাচনে বালুরঘাট ও গঙ্গারামপুরে তৃণমূল জিতবে । বিধানসভায় জেলার সব আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী পদে বসবেন ৷ " পাশাপাশি কোরোনা ভাইরাস নিয়ে রাজ্যে সব রকম সর্তকতা অবলম্বন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।