বালুরঘাট, 10 মে : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সরকার নির্দিষ্ট সময়কে উপেক্ষা করেই চলছিল বাজার । বিগত ক'দিন ধরেই পৌরসভা ও পুলিশের পক্ষ থেকে মাইকে প্রচার করা হচ্ছিল যাতে বেশি সময় ধরে দোকান খোলা না রাখা হয় । কিন্তু তাতে কর্ণপাত করেননি ব্যবসায়ীরা । আজ বেলা দশটার পর রাস্তায় নামে বালুরঘাট থানার পুলিশ । কড়া হাতে মোকাবিলা করা হয় ব্যবসায়ীদের । বন্ধ করে দেওয়া হয় বাজারের খোলা দোকানগুলি ।
করোনার দ্বিতীয় ঢেউ এর প্রকোপ বাড়তে না বাড়তেই রাজ্য জুড়ে শুরু হয়েছে আংশিক লকডাউন । সরকারের পক্ষ থেকে বাজার খোলা ও বন্ধের সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে ৷ কিন্তু সেই দোকান খোলা ও বন্ধের সময়কে বুড়ো আঙুল দেখিয়ে সারাদিন খোলা থাকছে হাট-বাজার । সোমবার বালুরঘাট পুলিশের উদ্যোগে শহর জুড়ে বালুরঘাট বড়বাজার, চকভৃগু বাজার সহ বিভিন্ন এলাকায় টহলদারি করে বন্ধ করানো হয় সমস্ত দোকান । আংশিক লকডাউনকে সফল করতেই পুলিশের এই উদ্যোগ ।
করোনা সংক্রমণের সংখ্যা খুব দ্রুত বাড়ছে জেলায় । এই পরিস্থিতিতে বাজার বন্ধ ছাড়া কোন উপায় নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা । বিগত কয়েকদিন অনুরোধ করেছে প্রশাসন । তা না মানার জন্যই আজ সকাল 10টা বাজতেই রাস্তায় নেমে দোকান বন্ধ করতে শুরু করে বালুরঘাট থানার পুলিশ।